ব্রিটেনের প্রতিটি ইউনিভার্সিটি করোনায় আতংক।


covid-19, virus, coronavirus

করোনাভাইরাস মহামারি এবার আঘাত হান্তে শুরু করছে ইউনিভার্সিটি গুলিতে। প্রতিদিনই বাড়ছে করোনা পজেটিভ রোগীর সংখ্যা।প্রতিটি ইউনিভার্সিটি এখন করোনা আতংকে আতংকিত।শুধু ম্যানচেস্টার মেট্রোপলিটান ইউনিভার্সিটিতেল ১৭০জন স্টুডেন্টের মধ্যে ৯৯ জন করোনা পজেটিভ।

ইউনিভার্সিটির স্পোকেন পারসন বলেন,” আমরা মনে করি ইউনিভার্সিটি গুলি এখন পুরোপুরি লক ডাউন করা উচিত। ক্লাসে না এসে বাসায় আইসোলেশনে থেকে অন লাইনের মাধ্যমে লেখা পাড়া কে আরো গ্রহন যোগ্য করে তুলতে হবে,”।

এখন সময় এসেছে ইউনিভার্সিটি গুলির স্টাফ ও শিক্ষার্থীদের রক্ষা করতে মন্ত্রীদের ও ইউনিভার্সিটিগুলোর জরুরি পদক্ষেপ। ইতিমধ্যে ফাউন্ডেশন বিষয়ে অনলাইনে ক্লাস শিফট করেছে ম্যানচেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটি।

ইউনিভার্সিটি এ্যান্ড কলেজ ইউনিয়নের জেনারেল সেক্রটারি জো গ্রাডি বলেন, “করোনাভাইরস মহামারি একটি কঠিন এটি কে মোকাবেলা করতে হবে সতর্কতার সাথে। যার যার অবস্থান থেকে সতর্ক থাকতে হবে।এ সময় ক্লাসে না আসা আমাদের সবার জন্য ভালো,”। তিনি আরো বলেন ,”সারাদেশে হাজার হাজার শিক্ষার্থীকে শিক্ষা কার্যক্রমে অংশ নিতে অনুমতি দেয়া হয়। এতে যে সমস্যা সৃষ্টি হচ্ছে এ বিষয়ে আমরা আগেই সতর্ক করেছিলাম,”।

করোনা ভাইরাস সংক্রমণ নতুন করে বৃদ্ধি পাওয়ার কারণে একই রকম ব্যবস্থা নিয়েছে গ্লাসগো এবং এডিনবার্গ ন্যাপিয়েরে বিশ্ববিদ্যালয়গুলো। সেখানেও বাধ্যতামুলকভাবে আইসোলেশনে রাখা হচ্ছে শিক্ষার্থীদের। এরপর ম্যানচেস্টারেই বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থীকে আইসোলেশনে চলে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
এরমধ্যে রয়েছে ম্যানচেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটির বারলে ক্যাম্পাস এবং কেমব্রিজ হলের প্রায় ১৭০০ শিক্ষার্থী। এর মধ্যে ৯৯ জনই করোনা পজেটিভ ।তাদেরকে আগামী ১৪ দিন রুমের বাইরে যেতে বারণ করা হয়েছে। তাদের মধ্যে করোনার কোনো লক্ষণ না থাকলেও এ নির্দেশ মানতে বলা হয়েছে।

ওদিকে স্কটল্যান্ডে শিক্ষার্থীদেরকে পাব এড়িয়ে চলতে বলা হয়েছে। ২৫ শে সেপ্টেম্বর স্কাই নিউজের হাতে যেসব তথ্য এসেছিল, সেমতে, বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার পর থেকে কমপক্ষে ৫১০ জন শিক্ষার্থী ও স্টাফ আক্রান্ত হয়েছেন।

ম্যানচেস্টার সিটি কাউন্সিলের নির্বাহী সদস্য কাউন্সিলর বেভ ক্রেইগ বলেছেন, এ পরিস্থিতি মানিয়ে নেয়া যুব সমাজের জন্য অবশ্যই কঠিন কাজ। এ সময়ে আমরা বিশ্ববিদ্যালয় ও অন্য সরকারি সেবা সার্ভিসগুলোর সঙ্গে কাজ করছি। এর মধ্য দিয়ে আমরা নিশ্চিত করতে চাইছি যে, যেকোনো আক্রান্ত শিক্ষার্থী যেন তার প্রয়োজন অনুযায়ী সেবা পান। এই শিক্ষার্থীরাই আমাদের সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ।

২২শে সেপ্টেম্বর প্রতি এক লাখ মানুষের মধ্যে ১৮৫.৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন ম্যানচেস্টারে। এ সময়ে করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন এক হাজার ২৬ জন। আগের সপ্তাহের তুলনায় এই সংখ্যা প্রায় দ্বিগুন। আগের সপ্তাহে প্রতি এক লাখে আক্রান্তের হার ছিল ৯৩.২। অর্থাৎ মোট ৫১৫ জন আক্রান্ত হয়েছেন। এ অবস্থায় তড়িঘড়ি করে বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার জন্য সরকারকে দায়ী করেছেন লিবারেল ডেমোক্রেট নেতা স্যার এড ডাভে।

ম্যানচেস্টার  ইউনিভার্সিটি এন্ড কলেজ ইউনিয়ন বলেছে, এই সংক্রমণ এক সপ্তাহের মধ্যে সর্বশেষ বিপর্যয়। এমনটাই পূর্বাভাষ করা হয়েছিল। কোভিড-১৯ বা করোনাভাইরস মহামারি ইউনিভার্সিটির স্টুডেন্টদের ফাঁকা করে দিয়েছে।

৩২ টি ইউনিভার্সিটি স্টুডেন্টরা করোনায় আক্রান্ত।এখন লক ডাউনের ঝুঁকিতে ব্রিটেনের সকল ইউনিভার্সিটি।

[post_grid id=’820′]


Similar Posts