ব্রিকলেইনে “কাফে লা ভিস্তার”নতুন শাখার শুভ উদ্ভোদন।
মো: রেজাউল করিম মৃধা।
সোমবার ৩১শে মে ২০২১ ব্রিটেনের কারী ক্যাপিটাল খ্যাত ব্রিকলেইনে কাফে লা ভিস্তার ফাস্সাইজিং এর নতুন আরো একটি শাখার শুভ উদ্ভোদন করা হয়।
ফিতা কেঁটে নতুন শাখা উদ্ভোদন অনুস্ঠানে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার আহবাব হোসেন, কাফে লা ভিস্তার ম্যানেজিং ডিরেক্টর আন্তনি স্পেসার, সাবেক স্পীকার কাউন্সিল আব্দুল মুকিত চুনু, কাউন্সিলার সাদ চৌধুরী, কামাল এম সি রহমান,আকলিম চৌধুরী,দিলু চৌধুরী, কমিউনিটি এ্যাকটিভস্ট আবুল হোসেন, রেদুয়ান খান, কাফে লা ভিস্তার স্বত্বাধীকারি, মো: জিয়া উদ্দিন ও আবুল তফাদার।
স্বত্বাধীকার দ্বয় আশা প্রকাশ করেন ব্রিটেনের কারী ক্যাপিটাল খ্যাত ব্রিকলেইনে নতুন এই কাফে লা ভিস্তা ভালো সেবা এবং খাবারের ভিন্নতা পাবে।কাফে লা ভিস্তা ব্রিটেন সব বিশ্বের বিভিন্ন দেশে এর ফার্নসাইজিং শাখা রয়েছে। এই কম্পানী তাদের নিজস্ব সক্রীয়তা বজায় রেখে, খাবারের মান অক্ষুন্ন রেখে সুন্দর কাস্টমার সার্ভিস দিয়ে যাচ্ছে। ব্রিকলেইনের এই শাখার মালিক দ্বয় বাংলাদেশী হলেও কাফে লা ভিস্তা তার নিজস্বতা বজায় থাকবে।মালিক দ্বয় সকলের সহযোগিতা ও দোওয়া কামনা করেন।