| | | |

বো গ্রীন প্রজেক্টে নির্মিত হচ্ছে ১৪৫০ ফ্লাট।


টাওয়ার হ্যামলেটস-এর বো গ্রিন বেভেলাপম্যান্ট-এর প্রথম ধাপের কাজ সম্পন্ন হচ্ছে : সবমিলিয়ে নির্মিত হবে ১৪৫০টি ঘর , ৩৫% হবে কাউন্সিল হোমস

০০০
টাওয়ার হ্যামলেটস-এর বো এলাকায় বো গ্রিন নামে একটি হাউজিং প্রজেক্টের ১ম ধাপের কাজ শেষ পর্যায়ে।এতে ৩১৪ টি প্রোপাটির মধ্যে কাউন্সিলের আওতায় তথা এফুরডেবুল রেন্ট হিসেবে থাকবে ৮২টি ঘর। ৫টি ধাপে চুড়ান্ত কাজ সমাপ্তি হলে ১৪৫০টি ঘর নির্মত হবে এবং কাউন্সিলের হাউজিং লিস্টেড বাসীন্দাদের জন্য থাকবে ৩৫ পার্সেন্ট।

কাউন্সিলের নির্বাহী মেয়র লুতফুর রহমান প্রথম ধাপের সমাপ্তি অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেন। তিনি বলেন, সরকার বা কাউন্সিল একা হাউজিং চাহিদা মেটাতে পারবেনা। হাউজিং এসোসিয়েশন এবং প্রাইভেট ভেবেলাপারদের সাথে পার্টনারশীপের মাধ্যমে এগোতে হবে। বো গ্রিন একটি উদাহরন। এখানে ৩৫% ঘর পাবেন সাধারন মানুষ। একই ভাবে ভবিষ্যতে আমাদের বারায় প্লানিং গেইন-এর ক্ষেত্রে ৪০% পর্যন্ত কাউন্সিলকে প্রদানের পলিসি প্রস্তাব আমরা করেছি। এতে এফেরডেবুল রেন্টে কাউন্সিল হাউজিং-এর সংখ্যা বাড়বে।

নির্বাহী মেয়র আরো বলেন, বড় সাইজের ঘরের জন্য অসংখ্য পরিবার কস্ট করছে। প্রকৃত অর্থে এফেরডেবুল ঘর তৈরীতে সহায়তা করে এর সমাধানে আমরা যথাসাধ্য ভূমিকা রাখতে চাই। আমার আশা সব পরিবার একটি যথার্থ ও মানসম্পন্ন ঘরে থাকুন।

উল্লেখ্য বার্কলে গ্রুপের প্রতিষ্ঠান সেন্ট জেইমস হোমস ও গেটওয়ে হাউজিং এসোসিয়েশনের পার্টনারশীপে ৫ ধাপে পুরো হাউজিং ডেলিভারী হবে ২০৩৩ সালের মধ্যে। বার্কলে গ্রুপ গত ৫ বছরে ইউকে তে ১৯০০০ ঘর ডেলিভারী দিয়েছে। ইকোনোমিতে ভুমিকা রেখেছে প্রায় ১৩.৮ বিলিয়ন পাঊনড।

অনুষ্ঠানে বার্কলে গ্রুপের সিইও রব প্রিনিসসহ আরো কর্মকর্তারা অংশ নেন। রব বলেন, আমরা টাওয়ার হ্যামলেটস ও জিএলএ-এর সাথে কাজ করে গর্বিত। আমরা শুধু উচ্চ মানের হাউজ ডেলিভারী দিচ্ছিনা, সাথে সাথে বো গ্রিন-এ পার্কসহ আরো নানা জন সুবিধা তৈরী করছি।নির্বাহী মেয়রের পরামর্শে আমরা বড় সাইজের ঘর সংখ্যা বাডিয়েছি।

গেটওয়ে হাউজিং এর সিইও কেইট ফ্রাংলিন বলেন, আমরা খুশী টাওয়ার হ্যামলেটসের কিছু বাসীন্দা ২০২৫ এ ২৬ এর মধ্যে উচ্চমানের ঘরে স্থানান্তরিত হবেন।

উল্লেখ্য বো গ্রিন বেডেলাপম্যান্ট-এর পাশেই রয়েছ নদী, খাল ও গ্রিন পার্কসহ দৃষ্টি নন্দন পরিবেশ।
০০০০


Similar Posts