বৃটেনে ইউনিভার্সিটিতে অন লাইনে ক্লাস, ফুল টিউশন ফি সমুচিত নয়-OECD।

মো: রেজাউল করিম মৃধা।
কভিড-১৯ মহামারির কারনে লকডাউন এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও অন লাইনে ক্লাস গ্রহন করেছে বৃটেনের ইউনিভার্সিটি গুলি।এতে শিক্ষা কার্যক্রম থেমে থাকেনি।তবে ব্যাহত হয়েছে ফেইজ টু ফেইজ ক্লাস এবং সরাসরি শিক্ষা ব্যাবস্থা। শিক্ষার্থীরা এডমিশনের সময় দিয়েছে বাৎসরিক টিউশন টিউশন ফি।
অন লাইনের মাধ্যমে ক্লাস নিয়ে ফুল টিউশন ফি নেওয়ায় সমালোচনায় পরেছে বৃটেনের ইউনিভার্সিটি গুলি। প্রতি বছর £৯২৫০ হাজার পাউন্ড পরিশোধ করতে হয় ইউনিভার্সিটিতে অধ্যায়ন শিক্ষার্থীদের।
করোনাভাইরাস মহামারির সময় অন লাইনে ক্লাস নিয়েও ফুল ফি নেওয়াটা মোটেই ঠিক হয়নি বলে মনে করেন শিক্ষার্থীদের সংগঠন সোসাল লাইফ ফর ক্যাম্পেইন।OECD গ্রুপের পক্ষ থেকে এ কথা বলা হয়। এই ক্যাম্পেইন গ্রুপ মনে করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থারা বৃটেনে আসেন উচ্চ শিক্ষা গ্রহনের জন্য সেই খানে বছরে প্রায় ১০ হাজার পাউন্ড টিউশন ফি সহ অন্যান্য খরচ করে থাকেন। কিন্তু স্বশরীরে ক্লাসে উপস্থিত না থেকে অন লাইনে ক্লাস নিয়ে সম পরিমান ফি নেওয়া মোটেই সমুচিত নয়।