বিশ্বের ১১ দেশের সাথে ইউকের CPTPP ট্রেডের নতুন চুক্তি।
তালিকায় নেই বাংলাদেশের নাম।
মো: রেজাউল করিম মৃধা।
ইউকে সব সময় দীর্ঘ পরিকল্পনা হাতে নিয়ে কাজ করে ২০১৬ সালে রেফেরেমডমের মাধ্যমে ব্রেক্সিটের পক্ষের রায় হওয়ার পর থেকে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যেতে হবে এবং বিশ্বের অন্যান্য দেশের সাথে ব্যাবসায় করার পরিকল্পনা হাতে নেয় সরকার সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাচ্ছে।২০২০ সালের ডিসেম্বরে ব্রেক্সিটের পর থেকে নতুন ট্রেড নিয়ে কাজ করছে ব্রিটিশ সরকার।
ব্রেক্সিট চুক্তি বাস্তবায়নের পূর্বেই ইউকে বিশ্বের ১১ টি দেশের সাথে “দি কম্প্রেহেনসিভ এ্যান্ড প্রগ্রেসিভ এ্যাগরিমেন্ট ফর প্যাসিফিক পার্টনারশীপ (CPTPP ) সাথে ২০১৮ সালেই ট্রেড এ্যাগ্রিমেন্ট করে।
১১টি দেশ হলো :-
১/ অস্ট্রলিয়ায় ২/ ব্রুনাই ৩/ ক্যানাডা ৪/ চিলি ৫/ জাপান ৬/ মালেশিয় ৭/ মেক্সিকো ৮/ নিউজিল্যান্ড ৯/ পেরু
১০/ সিংগাপুর এবং ১১/ ভিয়েতনাম।
এই বৃহৎ এবং বড় ধরনের ট্রেড এ্যাগরিমেন্টে বাংলাদেশের নাম তালিকায় নেই । যেখানে ৫০০ মিলিয়ন মানুষের ব্যাবসায়ী পরিবর্তন হবে। বিশ্বের অর্থনীতির শতকরা ১৩% ইনকাম হবে।এর নেতৃত্ব দেবে ইউকে।
সেই তালিকায় বাংলাদেশের নাম না থাকার দায়দায়িত্ব বা ব্যার্থতা কার? সরকারের ? নাকি সরকারের পররাস্ট্র নীতির ?নাকি ব্রিটেনে আবস্থানরত হাই কমিশনের ? নাকি আমাদের রাজনৈতিক দূরদর্শিতার অভাব ? নাকি এখান আমরা যারা আমজনতা বসবাস করছি সেই সব বাংলাদেশী মানুষদের ?
হয়তো এই প্রশ্নের উত্তরে কেউই সঠিক জবাব দিবেন না। আমরা একে অন্যের প্রতি দোষ চাপাতে বেশী পটু। এখানেও হয়তো অনেক যুক্তি দাঁড় করানো হবে। উদুর পিন্ডি বধুর ঘাড়ে চাপানো হবে। অন্যের উপর দোষ দিয়ে খালাস পেয়ে যাবো তা নয় কি?
অন্যান্য ক্ষেত্রে সামান্য কিছু লোক হয়তো আসবে। আমরা সেই সব লোক আনার ব্যাপারে অনেক সরগরম দেখেছি।
বিন ডালু ভিসা কিম্বা স্কিল সেফ ভিসা এছাড়া ও অন্যান্য সেক্টরে ভিসা নিয়ে কে কার কৃতীত্ব নিবেন সেই নিয়ে মহা ব্যাস্ত কিন্তু ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে কমনওয়ল্থ দেশ গুলির সাথে যখন চুক্তি হয় কখন সবাই মহা ঘুমে ।
সেই গানের মত “ঘুমাইয়া ছিলাম ভালো জেগে দেখি বেলা নাই”।
ব্রিটিশ ইন্টারন্যাশনাল ট্রেড সেক্রেটারি – লিজা ট্রোস বলেন, আমরা একেক দেশের সাথে এক এক ধরনের বিজনেস এ্যাগরিমেন্ট করেছি। এর মধ্যে ১১ টি দেশের সাথে CPTPP ট্রেড এ্যাগরিমেন্ট হয়েছে। সেই চুক্তি অনুযায়ী আগামীতে কার্যক্রম পরিচালিত হব এবং বিশ্বের শতকরা ১৩% ইন্কাম ইউকে নিয়ন্ত্রন করবে,”।
বিশ্বের যে সব দেশ গুলির সাথে CPTPP ট্রেড চুক্তি হয়েছে। সেই দেশ গুলি থেকে ভিন্ন ভিন্ন প্রডাক্ট ইউকেতে আসবে। এর মধ্যে জাপানের গাড়ী ও চাল ক্যানাডার মিল্ক বা ডাইয়েরী প্রডাক্ট।
CPTPP এবং ইউকে যৌথ ভাবে ইন্ড্রাস্টি গড়ে তোলা হবে। এতে করে ফুড, ড্রিংক্স, গাড়ী তৈরি করা হবে। কম ট্যাক্সে মালপত্র আনানেওয়া হবে। অনেক ক্ষেত্রে ফ্রি মুভমেন্ট থাকবে। ম্যানিফেক্সারিং জিনিসপত্র আসবে অতি সহজে।শ্রম বাজার হয়ে উঠবে প্রাণবন্ত।