বিশ্বনাথের জামেয়া মাদানিয়া মাদ্রাসার উন্নয়নের জন্য লন্ডনে আলোচনা সভা অনুস্ঠিত।
বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান জামেয়া মাদানিয়া বিশ্বনাথ মাদ্রাসার উন্নতি ও বর্তমান পরিস্থিতি নিয়ে লন্ডনে গত মঙ্গলবার বিশ্বনাথ বাসীর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পূর্ব লন্ডনের ফোর্ড স্কয়ার মিলনায়তনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় ব্রিটেনে অবস্থানরত বিশ্বনাথের প্রতিনিধিত্বশীল সর্বজন শ্রদ্ধেয় মুরুব্বীয়ান ও বিশ্বনাথ কেন্দ্রিক বিভিন্ন সংগঠনের শীর্ষ দায়িত্বশীল নেতৃবৃন্দ ও কমিউনিটির বিশিষ্টজন অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন বিশ্বনাথ মাদ্রাসা একটি আলোকিত প্রতিষ্ঠান যাকে নিয়ে আমরা গর্ব করি। বিশেষ করে এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা শাইখ আশরাফ আলী বিশ্বনাথী (র:) ছিলেন আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধাভাজন অভিভাবক।
আলোচনা সভায় বিশ্বনাথের দায়িত্বশীল ও প্রতিনিধিত্বশীল নেতৃবৃন্দ বলেন বিশ্বনাথ মাদ্রাসার পাশে ছিলাম- আজীবন পাশে থাকবো এবং মাদ্রাসার যে কোনো সংকটে আমরা দেশ এবং প্রবাসে ঐক্যবদ্ধ।
সভায় বিশেষভাবে মাওলানা আশরাফ আলী বিশ্বনাথী রহমাতুল্লাহি আলাইহি ও মাদ্রাসার দায়িত্বশীল ব্যক্তিবর্গ কে নিয়ে চিহ্নিত একটি মহলের কুরুচিপূর্ণ কটুক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্বনাথের প্রবীণ মুরব্বি আলহাজ্ব আরকুম আলী।
সঞ্চালনার দায়িত্ব পালন করেন বিশ্বনাথ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান গৌস খান ও মাওলানা সৈয়দ নাঈম আহমদ।
স্বাগত বক্তব্য রাখেন জামেয়া মাদানিয়া বিশ্বনাথের সহকারি পরিচালক হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী। আলোচনা সভায় বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন বিশ্বনাথের বিশিষ্ট মুরব্বি হাজী রইস আলী,
হাজী মনির মিয়া বশির, শাহ ফারুক মিয়া ও আলহাজ্ব সাজিদ আলী মেনন। আলোচনা সভায় বিশেষ অতিথি
হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেম ডক্টর মাওলানা শোয়েব আহমদ, মাওলানা গোলাম কিবরিয়া ও মুফতি আব্দুল মুনতাকীম।
আলোচনায় অংশগ্রহণ করেন বিশ্বনাথ এডুকেশন ট্রাস্ট এর সেক্রেটারি মিসবাহ উদ্দিন, বিশিষ্ট মুরুব্বী সাইদুল ইসলাম খান,বিশিষ্ট ব্যবসায়ী মনির উদ্দিন ও লাকি মিয়া সহ আরো অনেকে।