| | |

বাংলাদেশ সহ দক্ষিন এশিয়াত রাজনৈতিক সংকট নিয়ে হাউজ অফ লর্ডসে সেমিনার অনুস্ঠিত।


বৃটিশ বাংলাদেশী কমিউনিটি এলায়েন্সের আয়োজনে গত ৪ঠা সেপ্টেম্বর রোজ সোমবার বিকালে বৃটিশ পার্লামেন্টের ১২নং কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক সেমিনারে বক্তারা বলেছেন, দক্ষিণ এশিয়ার দেশ গুলোতে শাসক দলের প্রশ্রয়ে মানবাধিকার লঙ্ঘন অব্যাহত রয়েছে। গণতান্ত্রিক ও জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থা না থাকায় শাসক দল গুলো ক্রমেই স্বৈরশাসকে রূপ নিয়েছে। জনগণের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে নানা আইন তৈরির মাধ্যমে।

দক্ষিণ এশিয়ায় একদলীয় শাসনের উত্থান, মানবাধিকার লঙ্ঘন ও উগ্রপন্থা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বৃটেনের স্বার্থ রক্ষায় করণীয় শীর্ষক সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ব্যারিস্টার আফজাল জামি সৈয়দ আলী। সংগঠনের প্রধান উপদেষ্টা মুজাক্কির আলীর পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, বিবিসিএর সেক্রেটারি ফয়জুন নূর।

এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কনজার্ভেটিভ পার্টির সাবেক চেয়ারম্যান সরকার দলীয় হুইপ লর্ড কমিশনার এন্ড্রু স্টিফেনস এমপি, লর্ড কোরবান হোসেন, আপসানা বেগম এমপি, সারা বৃটক্লিফ এমপি, অনলাইনে যুক্ত হয়ে বাংলাদেশ থেকে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ডঃ আবদুল মঈন খান,আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এমিনেস্টি ইন্টারন্যাশনাল এর সাবেক কর্মকর্তা ডঃ আব্বাস ফাইজ, সাপ্তাহিক সুরমার সম্পাদক শামসুল আলম লিটন, কার্ডিফ ইউনিভার্সিটির প্রফেসর ডঃ ইমতিয়াজ খান,এডভোকেট রেহানা আলী।

এই প্রশ্নোত্তর পর্বে অংশ নেন ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল সভাপতি মোঃ রায়হান উদ্দিন, ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল এর সহকারী সম্পাদক কামরুল হাসান রাকিব, মোঃ আমিনুল ইসলাম সফর, মোঃ ইকবাল হুসেন, নিরাপদ চাই বাংলাদেশের সভাপতি মুসলিম খান, ই আর আই সাধারণ সম্পাদক নওশীন মোস্তারী মিয়া।

এতে উপস্থিত ছিলেন ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল এর সহ সভাপতি আহমদ আলিসহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বদরুল ইসলাম, আশরাফুল আলম সোশ্যাল মিডিয়া সম্পাদক মোঃ জবলু আলম বিপুল, সহকারী অনলাইন বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান খান, তথ্য বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, প্রচার সম্পাদক মোঃ ফান্টু প্রমুখ।

বাংলাদেশী কমিউনিটির রাজনৈতিক ওআলী


Similar Posts