বাংলাদেশ থেকে আগত এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ ও মাহি উদ্দিন আহমেদ সেলিমের সাথে বিবিসিসিআই এর মতবিনিময় সভা অনুস্ঠিত।
২৮শে জুলাই মংগলবার ইসিট লন্ডনে বিবিসিসিআই এর কার্যালয়ে
বাংলাদেশ থেকে আগত আওয়ামীলীগ নেতা মিসবাহ উদ্দিন সিরাজ, (অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট) এবং মাহি উদ্দিন আহমেদ সেলিম, (নির্বাহী সদস্য, বাংলাদেশ ফুটবল ফেডারেশন) বিনিময় সভা অনুস্ঠিত।
আলোচনা সভায় বাংলাদেশে সামাজিক বিধান এবং অবকাঠামোর উন্নতি কি ভাবে আরো উন্নতি করা যায় সেই বিষ গুলি নিয়ে
বক্তব্য রাখেন
1. সাইদুর রহমান রানু, সভাপতি বিবিসিসিআই
2. সিএলআর জাহাঙ্গীর হক, ভিপি বিবিসিসিআই
3. আহমেদ উস সামাদ চৌধুরা চেয়ারম্যান চ্যানেল এস এবং উপদেষ্টা বিবিসিসিআই
4. শাহগীর বখত ফারুক, উপদেষ্টা বিবিসিসিআই
5. শফিকুল ইসলাম, উপদেষ্টা, বিবিসিসিআই
6. এম এ লাকি, প্রেস অ্যান্ড পাবলিসিটি ডিরেক্টর বিবিসিসিআই
7. কুটি মিয়া, বিবিসিসিআইয়ের অর্থ পরিচালক
8. অন্যান্য পরিচালক এবং অতিথিগন।