| | |

বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর,সুবর্ন জয়ন্তী উপলক্ষে ,
ব্রিটেন সাজবে বর্নীল সাঁঝে।


মো: রেজাউল করিম মৃধা।

বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তী বা সুবর্ন জয়ন্তী বাংলাদেশের এক মহাআনন্দের দিন। ২৬শে মার্চ স্বাধীনতা দিবস।এই দিন বাংলাদেশ মহা ধুমধামের সাথে পালন করবে। ৫০ বৎসর পূর্তী উপলক্ষে রয়েছে সরকারি বেসরকারি ভাবে নানা আয়োজন। সকল বাংলাদেশীরাই ভিন্ন ভাবে দিনটি পালন করবে।

বাংলাদেশর সাথে তাল মিলিয়ে বিশ্বের বিভিন্ন দেশে এই বৎসর মহান স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদায় পালিত হবে। বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাস সব বিভিন্ন দেশে রাজনৈতিক , সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গুলিও এই দিনটিকে আরো সুন্দর ভাবে উৎযাপন করবে।

ব্রিটেন সাজবে বর্নীল সাজে । ব্রিটেনের বিভিন্ন শহরের সুপ্রসিদ্ধ স্থাপনা, সুউচ্চ উট্টালিকা, পানির ফুয়ারা সাজবে লাল সবুজ আলোয়। ব্রিটিশ বাংলাদেশী পাওয়ার হান্ডেট (BBPI) এর উদ্দোগে ব্রিটেনের ৫টি শহরের সুউচ্চ বিল্ডিং বা স্থাপনায় সাজানো হবে লাল সবুজের আলোতে।

স্থান গুলি হচ্ছে।

১/ লন্ডনে :- লন্ডন আই

২/ কার্ডিফ :- কার্ডিফ ক্যাসেল

৩/ বার্মিংহ্যাম:- বার্মিংহ্যাম সেন্ট্রাল লাইব্রেরি

৪/ ম্যানচেস্টার:- ম্যানচেস্টার সিটি লাইব্রেরি এবং

৫/ স্কটল্যান্ড :- স্কটল্যান্ডের এ্যাডিবার্কের একটি সুউচ্চ স্থাপনা।লাল সবুজের আলোতে আলোকিত করা হবে।

ব্রিটিশ বাংলাদেশী পাওয়ার হান্ড্রেড এর ফাউন্ডার আবদাল উল্লাহ বলেন “বাংলাদেশের স্বাধীনতা দিবসের ৫০ বছর পূর্তীতে ব্রিটেনে থেকে আমরাও দেশের জন্য ব্যাতিক্রম কিছু করতে পেরেছি । ব্রিটেনের প্রশাসন আমাদের অনেক সহযোগিতা করেছে। আমরা ব্রিটেনের ৫টি বড় সিটিতে আইকনিক ভবনে লাল সবুজের আয়োজন”।তিনি আরো বলেন,” করোনাভাইরস মহামারি কারনে গনজমায়েত সম্ভব নয় তাই বিকল্প হিসেবেই এই লাইটিং আইডিয়া গ্রহন করা হয়েছে।

লন্ডনের মর্ডান ল্যান্ডমার্ক লন্ডন আই। বিশ্বের সবার কাছে সুপরিচিত সেই লন্ডন আই বাংলাদেশের স্বাধীনতার সুবর্ন জয়ন্তীতে সাজবে লাল সবুজের আলোতে। ২ হাজার বছরের ইতিহাস সমৃদ্ধ ক্যাসেলকে সাজানো হবে বাংলাদেশের থিমে জানালেন কাউন্সিল আরী আহমেদ ।ম্যানচেস্টার সিটি কাউন্সিল লুৎফর রহমান নিশ্চিত করেছেন ২৬শে মার্চ ম্যানচেস্টার সাজবে সুন্দর ভাবে। স্কটল্যান্ডের এ্যাডিনবার্কের কমিউনিটি এ্যাকটিভিস্ট ফয়সাল চৌধুরী এমবিই জানিয়েছেন এ্যাডিনবার্ক ২৬শে মার্চ লাল সবুজ আলোতে ঝলমল করবে।

অন্যতম আর একটি আকর্শন টাওয়ার হ্যামলেটসের স্পিকার আহবাব হোসেনের উদ্দোগে এবং ক্যানারী ওয়ার্ফ এর ডিরেক্টর জাকির খানের তত্বাবধানে ক্যানারী ওয়ার্ফের পানির ফোয়ারা এবং সর্ব উচ্চ ভবন লাল সবুজের আলোতে উজ্জ্বলিত হয়ে উঠবে।

ব্রিটেনে বাংলাদেশীদের গর্বের ও অহংকারের স্থান শহীদ আলতাব আলি পার্কে উঠবে বাংলাদেশের পতাকা। এটা হবে ব্রিটিশ বাংলাদেশীদের আর একটি স্বীকৃতি। ২৬শে মার্চ সকালে বাংলাদেশের পতাকা উত্তোলন করবেন। লন্ডনস্থ বাংলাদেশ দূতাবাসের হাইকমিশনার সাঈদা মুনা তাসলিম ও টাওয়ারহ্যামলেট্স কাউন্সিলের মেয়র জন বিক্স।

বাংলাদেশ হাই কমিশন, রাজনৈতিক , সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গুলি তাদের মত করে ভারচুয়াল ভাবে আলোচনা সভা ও মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুস্ঠানের আয়োজন করবে।


Similar Posts