| | |

বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকের ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুস্ঠিত


বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউ. কে পরিচালিত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বন্যা কবলিত মানুষের জন্য বড়লেখা উপজেলাধীন ৯নং সুজানগর ইউনিয়নের হাজী শামসুল হক উচ্চ বিদ্যালয়ে বড়লেখা ফ্রেন্ডস্ ক্লাব, ইউ. কের পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়েছে।

উক্ত মেডিকেল ক্যাম্পে প্রায় ৪ শতাধিক মানুষ চিকিৎসা সেবা ও ফ্রি ঔষধ গ্রহণ করেন।

বিশিষ্ট চিকিৎসক ডাক্তার নজরুল ইসলাম এর নেতৃত্বে ৪টি মেডিকেল টিম ক্যাম্পে আসা মানুষদের চিকিৎসা সেবা প্রদান করেন।

সকাল ১১টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এ কার্যক্রম পরিচালিত হয়।

চিকিৎসা সেবা প্রদানপূর্ব আলোচনার মাধ্যমে বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউ.কে পরিচালিত এ ক্যাম্পের শুভ উদ্বোধন করা হয়।

বড়লেখা ফ্রেন্ডস ক্লাব, ইউ.কের উপদেষ্টা ডা. নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ক্লাবের উপদেষ্টা ও যুক্তরাজ্য প্রবাসী ডিসট্রিক কাউন্সিলর হাবিবুর রহমান হাবিব।

শিক্ষক খালেদ আহমদ এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন নারী শিক্ষা একাডেমির সহকারী অধ্যাপক রফিক উদ্দিন, প্রধান শিক্ষক বেলাল উদ্দিন, বিএফসি বাংলাদেশ প্রতিনিধি মাষ্টার মুহাম্মদ নাজিম উদ্দিন, প্রভাষক তারেক আহমদ, ব্যবসায়ী ফখরুল ইসলাম, কামরুল ইসলাম, স্থানীয় প্রতিনিধি দেলোয়ার হোসেন প্রমুখ।


Similar Posts