| | |

বংগবন্ধু বাঙালী জাতি ও স্বাধীনতার স্বপ্নদ্রস্ঠা শীর্ষক সেমিনার অনুস্ঠিত।


গত রবিবার, পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ, ইউকে এর উদ্যোগে “বঙ্গবন্ধু বাঙালি জাতি ও স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্ঠা ও স্থপতি” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক ড. মোহাম্মদ আবদুল হান্নান এর সভাপতিত্বে এবং আজম খান ও অধ্যাপক মোহাম্মদ শাহজাহান এর যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হাবিব রহমান। সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা: মোস্তফা কামাল বকুল, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও প্রবীন সাংবাদিক আবু মুসা হাসান।
কমিউনিটির বিশিষ্টজনের উপস্থিতিতে উক্ত সেমিনারে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ এর ইতিহাস ও কার্যক্রমের বিবরণ পাঠ করে শোনান সংগঠনের দপ্তর সম্পাদক মিজানুর রহমান মীরু, অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন- কমিউনিটি ব্যক্তিত্ব, একাউন্টেট এম এ রকিব, কাউন্সিলর ইকবাল হোসেন, শিক্ষাবিদ এ কে এম ইয়াহইয়া, শাহ আজিজ, এ কে এম সেলিম, আইয়ূব করম আলী, শাহ ফারুকসহ আরও অনেকে।
সেমিনারে প্রতিপাদ্য বিষয় আলোচনায় বক্তারা বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সংগ্রামী জীবন ও কর্ম সম্পর্কে আলোচনা করেন, বক্তারা বঙ্গবন্ধুর প্রজ্ঞা ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ ও বাঙালি জাতি বিশ্ব দরবারে প্রতিষ্ঠা পেয়েছে বলে অভিমত ব্যক্ত করেন।


Similar Posts