ফ্লো ভ্যাকসিন করোনা প্রতিরোধে সহায়ক
করোনাভাইরাস মহামারি থেকে সুস্থ্য থাকতে নানা মুখি চেস্টা চালিয়ে যাচ্ছেন ব্রিটেনের গবেষকরা।
কিভাবে মানুষ সুস্থ্য থাকবে? কি করলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে?
কি করলে রোগ প্রতিহত করা যাবে?
করোনার ভ্যাকসিন আবিস্কার এবং বাজারে এসে সবার জন্য ব্যবহার প্রয়োগ না হওয়া পর্যন্ত কিভাবে এ রোগ থেকে রক্ষা পাওয়া যাবে ?
তারই একটি সহায়ক হিসেবে ফ্লো ভ্যাকসিন।ফ্লো ভ্যাকসিন প্রয়োগের ফলে করোনাভাইরাস রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুনে বেড়ে যায়।
রবিন সোয়ান বলেন,” ফ্লো ভ্যাকসিনকে সিজনাল ফ্লো বা যে কোন বিশেষ সময় ব্যাবহিত হয়! এই ভ্যাকসিন ব্যাবহারের ফলে রোগী অনায়ায়াসে সুস্থ্য হয়ে উঠে ঠিক, তেমনি করোনার সময় ফ্লো ভ্যাকসিন ব্যাবহার রোগীরা সুস্থ্য হয়ে উঠবে। ফ্লো ভ্যাকসিনের ফলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়,”।
ব্রিটেনের দি পাবলিক হেল্থ এজেন্সি PHA মনে করে কারো যদি জ্বর, কাঁশি, কফ বা করোনা ভাইরাস উপসর্গ দেখা দেয় তবে তাকে অবশ্যই ১৪ দিনের আইসোলেশন বা কোরাইন্টেনে বাধ্যতামূলেক ভাবে থাকতে হবে।
ফ্লো ভ্যাকসিন নেওয়ার জন্য আপনার নিজ্বস্ব জিপির কাছে রেজিস্ট্রকৃত হেল্থ সেন্টারে এপোয়েন্ট নিতে হবে এবং নির্দিষ্ট সময়ে আপনাকে এসে ভ্যাকসিন নিয়ে দ্রুত চলে যেতে হবে। কেননা বেশী লোকের একত্রিত হওয়া বর্তমানে খুবই ঝুঁকি পূর্ন। অথবা অন লাইনের মাধ্যমেও এপোয়েন্টমেন্ট নিতে পারেন।
গবেষকরা মনে করেন ফ্লো ভ্যাকসিন করোনা ভাইরাস রোগ প্রতিরোধে অনেক কার্যকর।