ফ্রি আইনি পরামর্শ দিতে ইমরান এ্যান্ড কোং সলিসিটর্স ।
১- প্রতি শুক্রবারে- ২টা থেকে ৫টা ফ্রি আইনি পরামর্শ।
২- নো উইন নো ফিস ভিত্তিতে স্পনসর লাইসেন্স এপ্লিকেশন।
৩- অনলাইনের মাধ্যমে আইনি সেবা প্রধানের সু ব্যাবস্থা
নিয়ে ইস্ট লন্ডনের ২২১ হয়াটচ্যাপলে রোডে শুক্রবার শুভ উদ্বোধনে হয়েছে ইমরান এন্ড কোং সলিসিটরস।
প্রতিস্টানের প্রিন্সিপাল মোহাম্মদ ইমরান হোসাইনের সার্বিক তত্বাবধানে অনুস্টানে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন উনার পিতা বাংলাদেশ থেকে আগত জনাব মোহাম্মদ আব্দুর রব সাহেব।
বিশেষ অতিথি হিসাবে ছিলেন ব্যারিস্টার আবুল কালাম। ব্যারিস্টার নাজির আহমেদ। ব্যারিস্টার আতাউর রহমান।কমিউনিটি নেতা জনাব কে এম আবু তাহের চৌধুরী। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার সায়েফ উদ্দিন খালেদ।লন্ডন বাংলা প্রেস ক্লাবের সেক্রেটারী তাইসির মাহমুদ।
কমিউনিটি নেতা হাসনাত চৌধুরী, প্রেকটিস ম্যানেজার জনাব জাকির হোসেন মিল্লাত এবং আব্দুল আলিম মুসা প্রমুখ।