ফেলে আসা ইতালী,স্মৃতির পাতায়, রংগীন দিন। (পর্ব-১৮)


বাংলাদেশ সমিতি ইতালীর ১৯৯৮ সালের নির্বাচন ছিলো সব চেয়ে বেশী গুরুত্ব পূর্ণ । সর্ববৃহৎ এবং সব চেয়ে বেশী সদস্য বা মেম্বার নিয়ে নির্বাচন অনুস্ঠিত হয়েছিলো । এত বেশী ভোটারের উপস্থিতি আর কখনো হয় নাই আর ভবিষ্যতেও হবে বলে মনে হয় না। ৯৮ সালে ৮ হাজারের ও বেশী ভোটার ছিলেন। ভোট গ্রহনে পুরো একদিন সময় নিলেও ভোট গননার জন্য সময় লেগেছিলো পুরো তিনদিন।

৯৮ এর সেই নির্বাচনে আমিও এক জন প্রার্থী ছিলাম। এক দিকে কিবরিয়া প্যানেল অন্য দিকে লোকমান- বাচ্চু প্যানেল আমি লোকমান বাচ্চু প্যানেলের সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদকের পদপ্রাথী ছিলাম। নির্বাচনে পদপ্রাথী হওয়ার সুবাদে রোম সহ ইতালীর বিভিন্ন শহরে যোগাযোগ বেড়ে গেলো। রোমের আনাচে কানাচে যেখানেই বাংলাদেশীদের বসবাস সেখানেই সকল প্রার্থীর পদচারনা।

দিনের বেলায় কাজে ডিউটি নিয়ে ব্যাস্ত থাকলেও রাতের বেলায় এক এক রাতে এক এক এলাকা বিভিন্ন বাসায় গুরুপ করে করে নির্বাচনের প্রচারনায় যেতে হতো।শক্তিশালী দুটি প্যানেল এর মাঝে ২/৩ জন আবার স্বতন্ত্র নির্বাচনে প্রার্থী হয়েছিলেন কিন্তু স্বতন্ত্রের তেমন গুরুত্ব নেই মূলত লোকমান এবং কিবরিয়া প্যানেলের মধ্যে মূল লড়াই জমে উঠলো।

আগের দুটি নির্বাচনেও লোকমান এবং কিবরিয়া প্যানেলে নির্বাচন অনুস্ঠিত হয়েছে। ৯০ এর নির্বাচনে লোকমান হোসেন বিজয়ী হলেও ৯৫ নির্বাচনে জি এম কিবরিয়া নির্বাচিত হন। ১৯৯৮ সালে নির্বাচনে কিবরিয়া প্যানেল ১৫ টি পদের মধ্যে নির্বাচনে সভাপতি সহ ১০ পদেই কিবরিয়া প্যানেল নির্বাচিত হন। আর লোকমান বাচ্চু প্যানেলে সাধারন সম্পাদক সহ মাত্র ৫ টি পদে নির্বাচিত হন। এর মধ্যে আমি একজন সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হই। ১৯৯৮ সালের বাংলাদেশ সমিতি ইতালীর নির্বাচিত কার্যকরি পরিষদ নিম্ন রুপ:

১/ সভাপতি ———- জি এম কিবরিয়া,

২/ সহ সভাপতি —— হাসান ইকবাল,

৩/ সহ সভাপতি —— তরিক উল্লাহ,

৪/ সাধারন সম্পাদক— নুরে আলম সিদ্দিীকী বাচ্চু,

৫/ সহ সা- সম্পাদক—- শাহজাহান ফিরোজ ,

৬/ কোষাধ্যক্ষ———— ওয়াছি উদ্দিন আহমেদ,

৭/ সাংগঠনিক সম্পাদক- মো আবু সাঈদ,

৮/ সহ সাং সম্পাদক – মতিউর রহমান সেলিম,

৯/ আন্তর্জাতিক সম্পাদক- মো: শাহজাহান সাজু,

১০/ সাংস্কৃতিক ও ক্রীড়া — মো: রেজাউল করিম মৃধা,

১১/ সহ “ “ – শেখ মজিবুর রহমান,

১২/ প্রচার সম্পাদক——— দ্বীন ইসলাম,

১৩/ মহিলা সম্পাদিকা — মোসাম্মৎ রোকেয়া আক্তার,

১৪/ দপ্তর সম্পাদক ——- মো: শামসুল আলম মিন্টু

১৫/ সহ দপ্তর সম্পাদক— মো: দেলোয়ার হোসেন।

৯৮ সালের মনোনিত কার্যকরি পরিষদের সদস্য বৃন্দ

১/এস এম সেলিম,

২/ আতিয়ার রসুল কিটন

,৩/ হাসান মাহমুদ,

৪/ মো: মিনহাজ বেপারী,

৫/ শাহ আলম,

৬/ হাদিউল ইসলাম হাদী ৯

৭ সালের গঠনতন্ত্র সংশোধন ও সংযোজন কমিটি

১/ ড: সাঈদুর রহমান লস্কর,

২/ লুৎফর রহমান খান,

৩/ মো: তরিক উল্লাহ,

৪/ বাবুল কান্তি দাস,

৫/ আব্দুল হাকিম,

৬/ আব্দল হামিদ,

৭/ খন্দকার আবু তাহের,

৮/ লুৎফর রহমান

৯/ জি এম কিবরিয়া

১৯৯৮ সালের নির্বাচন কমিশনের সদস্যবৃন্দ।১

/ মো: শফিকুল হক —-প্রধান নির্বাচন কমিশনার

২/ শ্রী বাবুল কান্তি দাস——— নির্বাচন কমিশনার

৩/ কাজল ইসলাম বকসি “ “

৪/ মানিক চৌধুরী

৫/ আ: গফুর লাল ও

৬/ লুৎফর রহমান ২১/১১/১৯৯৮ তারিখে প্রধান নির্বাচন কমিশনার মো: শফিকুল হক নির্বচনের ফলাফল ঘোষনা করে নির্বাচিত নতুন কমিটির হাতে দায়িত্ব বুঝিয়ে দেন।


Similar Posts