ফুলেল শুভেচ্ছা

সাংবাদিক মোঃ রেজাউল করিম মৃধাকে
ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দ দেয় “বড়লেখা ফাউন্ডেশন ইউকে”।
গত ১৯শে ফেব্রুয়ারি ২০২৪। ইস্ট ল্ন্ডনের একটি অভিজাত হলে বড়লেখা ফাউন্ডেশনের পক্ষ থেকে লন্ডন বাংলা প্রেস ক্লাবের নব নির্বাচিত সহ সাধারন সম্পাদক মোঃ রেজাউল করিম মৃধাকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।
বড়লেখা ফাউন্ডেশন ইউকে সভাপতি বীর মুক্তিযোদ্ধা পীরজাদা হোসেইন আহমদের সভাপতিত্বে ও কায়সারুল ইসলাম সুমনের পরিচালনায় অনুস্ঠানে বক্তব্য রাখেন, জালাল উদ্দিন আহমদ, ফাইজ মোহাম্মদ রহমান, আমির মিয়া, অধ্যাপক শফিকুল হক স্বপন, কাউন্সিলর সাঈদা চৌধুরী, সুহেল রহমান, আবু রহমান, আবুল কালাম রুকন, ইউসুফ জাকারিয়া খান, জাকির হোসেন, জাকির চৌধুরী, আজিজুর রহমান, আব্দুল আহাদ, ইলিয়াছ আহমেদ, মিনহাজুল মামুন, কামাল হোসাইন , আব্দুল মানিক, ফয়সল উদ্দিন, মাহমুদ রানা, জামিল আহমেদ প্রমুখ।
মো: রেজাউল করিম মৃধা ১৯৬৬ সালে মানিকগঞ্জ জেলার, হরিরাম পুর উপজেলার, ধূলশুরা ইউনিয়নের, আইলকুন্ডি গ্রামের সম্ভান্ত এক মুসলিম পরিবারের সন্তান।তিনি স্ত্রী, চার কন্যা ও এক পুত্র সন্তানকে নিয়ে তিনি বর্তমানে পূর্ব লণ্ডনের টাওয়ার হ্যামলেটস এ বসবাস করছেন।
উল্লেখ্য গত ২৮শে জানুয়ারি ২০২৪ ইস্ট ল্ন্ডনের ইমিগ্রেশন হলে লন্ডন বাংলা প্রেস ক্লাবের বিজিএম ও নির্বাচন অনুস্ঠিত হয়।লন্ডন বাংলা প্রেস ক্লাবের মেম্বরদের সরাসরি ভোটে অতি জাঁকজমক পূর্ণ নির্বাচনে সহ- সাধারন সম্পাদক (অ্যাসিস্টেন্ট সেক্রেটারি)পদে মোঃ রেজাউল করিম মৃধা নির্বাচিত হন। তিনি চ্যানেল এস এর সিনিয়র রিপের্টার ও এমএএইচ অন লাইন টিভির “মৃধা শো” এর প্রেজেন্টার।এছাড়াও বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে যাচ্ছেন।