প্লাস্টিকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা।২০৪০ সালের মধ্যে প্লাস্টিক মুক্ত ইংল্যান্ড করার পরিকল্পনা গ্রহন।
মো: রেজাউল করিম মৃধা।
জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ দূষন মক্ত করতে প্লাস্টিক ব্যাবহার বর্জন অপরিহার্য।ঠিক তেমনি প্লাকটিক ব্যাবহার আমাদের নিত্য দিনের সাথী। দিন দিন আমরা প্লাস্টিকের জিনিসপত্র , আসবাবপত্র, থানা বাসন, গ্লাস, চামচ, কাটলারিজ এমনকি ব্যাগ এ যেন নিত্যদিনের সংগী। বড় বড় মিল ফেক্টরি থেকে শুরু করে মাটির নিচ কিম্বা উপরের পাইপ থেকে রশ্মি পর্যন্ত প্লাস্টিক। এর ব্যাবহারে আমরা এতটাই অভ্যস্ত সহজে বাদ দেওয়া এক দূরহ ব্যাপার।
ক্লাইমেট চেন্চ বা পরিবেশ দুষনের অন্যতম কারন এই প্লাস্টিক।ব্যাবহারে যেমন সুবিধা দামও তেমনি কম।ওজনে হাল্কা তাই বহন করা যায় অতিসহজে। ব্যাবহার পরে ফেলে দিলে প্লাস্টিক মাটিতে যেমন নস্ট হতে দীর্ঘ সময় লাগে তেমনি সাগরে ভেঁসে থাকে আরো বহু সময়। এর ফলে পরিবেশ দিনের পর দিন নস্ট হচ্ছে।
পরিবেশ দূষন মুক্ত করতে সরকার প্লাস্টিক ব্যাবহারে নিরুৎসাহিত করছেন। সেই সাথে এর খারাপ দিক গুলি তুলে ধরছে। প্লাস্টিক ব্যাগ ব্যাবহার কমাতে বৃটেনের প্রতি শপ বা মার্কেটে প্লাস্টিক ব্যাগে চার্চ বসিয়েছেন সর্ব নিম্ন £.১০ কিন্তু তাতেও তেমন কাজ হচ্ছে বলে মনে করেনা সরকার।
ইংল্যান্ড প্লাস্টিক এর ব্যাবহার করতে যাচ্ছেন নিষিধ।২০৪০ সালের মধ্যে সম্পূর্ন প্লাস্টিক ব্যাবহার নিষিধ করার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার।
স্কটল্যান্ড, ওয়েলস এবং নর্দান আইল্যান্ড ইতিমধ্যেই প্লাস্টিকের কাটলারিজ ব্যাবহার বন্ধ করেছে। ইউরোপীয় ইউনিয়ন ও প্লাস্টিক কাটলারিজ বন্ধ করেছে। ইংল্যান্ড যদিও বার বার জনসাধারনকে প্লাস্টিক ব্যাবহার কমাতে এবং ব্যাবহারের ক্ষতি গুলি কুলে ধরেছেন।
বিকল্প হিসেবে কাঠের অথবা কাগজের তৈরি কাটলারিজ ব্যাবহার করার প্রতি জোড় দিয়েছে। তাতেও কাজ হচ্ছে না এর পর আইনের আওতায় এনে প্লাস্টিক কাটলারিজ ব্যাবহার নিষিধ করার জন্য মিনিস্টার এবং এমপিরা কাজ করে যাচ্ছেন।
ইতিমধ্যে মেকডোলাল্স সহ অনেক ফ্রানসাইজিং ব্যাবসা প্রতিস্ঠানে প্লাসটিকের ড্রিংস এর প্লাস্টিক পাইপ এর ব্যাবহার নেই। সে ক্ষেত্রে কাগজের পাইপ ব্যাবহার হচ্ছে। প্লাস্টিক ফ্যাক্টরি গুলিতেও প্লাস্টিক এর পরিবর্তে কাগজ অথবা কাঠের তৈরী উৎপাদনে বিকল্প ব্যাবস্থা করতে হবে। সেই সাথে সবাই মিলে একসাথে কাজ করতে হবে।
পরিবেশ রক্ষা , জলবায়ু পরিবর্তন এবং আগামী সুন্দর পৃথিবী জন্য আমাদের সবাইকে প্লাস্টিকের ব্যাবহার কমাতে হবে।২০৪০ সালের মধ্যে প্লাস্টিক মুক্ত নির্মল পৃথিবী গড়তে পরিকল্পনা হাতে নিয়েছে বৃটিশ সরকার।