প্রিতি বিতর্ক প্রতিযোগিতা।
আ সিজন অব বাংলা ড্রামা’র অংশ হিসেবে কুইন মেরি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী এক প্রীতি বিতর্ক
আ সিজন অব বাংলা ড্রামা’র অংশ হিসেবে পূর্ব লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী এক প্রীতি বিতর্ক। “রূপকথার গল্পগুলো কি মিথ্যে না-কি আশাবাদ” শিরোনামের এই বিতর্কে ভিন্ন প্রজন্মের ছয়জন খ্যাতিমান বিতার্কিক তাদের দৃষ্টিভঙ্গি ও যুক্তি উপস্থাপন করেন।
প্রাণবন্ত এই বিতর্কে ৬০ এবং ৭০ দশকের বিতার্কিক অর্থনীতিবিদ ড. সেলিম জাহান, সাংবাদিক উদয় শংকর দাস এবং লেখক ও সম্পাদক সৈয়দ বদরুল আহসান অংশ নেন।
অন্যদিকে নব্বই দশক পরবর্তী প্রজন্মের বিতার্কিক ইমরান সাদরুদ্দিন, কাউন্সিলর সৈয়দা সায়মা আহমেদ এবং বিশ্ব বিতর্কে চ্যাম্পিয়ন সৌরদীপ পাল অংশ নেন।
সম্প্রচার সাংবাদিক ও লেখক বুলবুল হাসান জমজমাট এই বিতর্ক সন্ধ্যায় মডারেটরের ভূমিকা পালন করেন।
বিশেষ এই বিতর্কের শেষভাগে উপস্থিত দর্শকগণ রূপকথার গল্পের সত্যতা, আশাবাদ এবং সমাজে এর প্রভাব নিয়ে স্বতঃস্ফূর্ত আলোচনায় অংশ নেন।