| | |

প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর আদর্শ উপজেলা সমিতি ইউকের নির্বাচন ২০২৩ এ আনারস মার্কা প্যানেলের সবাই বিপুল ভোটে বিজয়ী হন।


প্রবাসী বালাগন্জ ওসমানী নগর আদর্শ উপজেলা সমিতির ত্রিবার্ষিক নির্বাচন ৩০শে জুলাই লন্ডনের ব্রাডি আর্টস সেন্টারে অনুষ্টিত হয়েছে।
হাজার হাজার নারী পুরুষের উপস্হিতিতে অত্যন্ত সুন্দর এবং শান্তি পুর্ন ভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।
সকাল ১০ টা থেকে ৬ টা পর্যন্ত ব্রিটেনের বিভিন্ন শহর থেকে ভোটারের উপস্হিতি ছিল লক্ষনীয়।

আনারস, সান ফ্লাওয়ার এবং ঘর মার্কা নিয়ে তিনটি প্যানেলের মোট ৬৮ জন প্রার্থী ২৩ টি পদের জন্য প্রতিদ্বন্দিতা করেন।

ঝড় বৃষ্টি উপেক্ষা করে দীর্ঘক্ষন লাইনে দাঁড়িয়ে ভোটাররা তাদের ভোট প্রয়োগ করেছেন।

লন্ডনের বিভিন্ন পেশার গুনীজনেরা নির্বাচনে অবজার্ভার হিসাবে উপস্হিত থেকে নির্বাচন পর্যবেক্ষণ করেছেন।

রাত ৮ থেকে নির্বাচনের ভোট গননা শুরু হয়।
দীর্ঘ গননার শেষে নির্বাচন কমিশনের চেয়ারম্যান মাওলানা গোলাম কিবরিয়া, সেক্রেটারী ছহুল এ মুনিম এবং ট্রেজারার মোহাম্মদ আতিকুর রহমান নির্বাচনের ফলাফল ঘোষনা করেন।

এ সময় আরো উপস্হিত ছিলেন সমিতির চেয়ারম্যান শফিক উল্লাহ মিছলু ,সাধারন সম্পাদক আব্দুল কুদ্দুস এবং ভোট গননার প্রধান বাছিত চৌধুরী।

ফলাফল ঘোষনার পুর্বে নির্বাচন কমিশনের তিন প্রধান তাদের বক্তব্যে সবার সাহায্য এবং সহযোগীতায় শান্তি পুর্নভাবে শেষ হওয়ায় সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান।

বিদায়ী সভাপতি এবং সাধারন সম্পাদক তাদের বক্তব্যে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান।

নির্বাচনে পাইনআপেল প্যানেলের চেয়ারম্যান প্রার্থী রশিদ আহমেদ, সেক্রেটারী পদে পাইনআপেল প্যানেলের আজাদুর রহমান আজাদ এবং একই প্যানেলের সাইফুর রহমান বিপুল ভোটের ব্যবধানে নির্বাচনে জয়লাভ করেন।


Similar Posts