প্রবাসীরা ফিরে পেলেন ভোটারাধিকার॥
প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নের সিদ্ধান্তে এইচ,আর, পি, বি’র তাৎক্ষনিক সংবাদ সম্মেলন
আগামী সাধারণ নির্বাচনে প্রবাসীদের দীর্ঘদিনের দাবি ভোটাধিকার বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়ায় বিষয়টি নিয়ে তাৎক্ষনিকভাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে এ ব্যাপারে আন্দোলনরত মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ ইউকে। ১০ জুলাই বৃহষ্পতিবার ইস্ট লন্ডনের প্রিন্সলেট স্ট্রিটস্থ দর্পণ মিডিয়া সেন্টারে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সরকার তথা নির্বাচন কমিশনকে এ পদক্ষেপ গ্রহন করার জন্য ধন্যবাদ জানানো হয়। তবে উল্লেখ করা হয় যে, প্রবাসীরা চেয়েছিলেন, দূতাবাসের মাধ্যমে সরাসরি ভোট প্রদান করবেন কিন্তু তার বদলে সেটা অনলাইনে নিবন্ধন করে পোস্টাল ব্যালটে ভোট নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। যা হবে সম্পুর্নরুপে আইটি সাপোর্টেড।
তাই এ বিষয়টি যাতে সাধারণ প্রবাসীরা যথাসময়ে পরোপুরি অবগত হতে পারেন সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য দায়িত্বশীল সকলের প্রতি আহ্বান জানানো হয়। সাথে সাথে প্রবাসীরাও যাতে বিষয়টির গুরুত্ব উপলব্দি করে এ সূযোগ গ্রহন করে দেশে তাদের মৌলিক, সাংবিধানিক ও মাবাধিকার প্রতিষ্ঠায় যাতে এগিয়ে আসেন সে জন্য অনুরোধ জানানো হয়। সংবাদ সম্মেলনে আরো উল্লেখ করেন যে, এ ভোট শুধু দেশের রাজনীতি বা জনপ্রতিনিধি নির্বাচনের জন্য নয় বরং তা দেশে প্রবাসীদের সহায়-সম্পত্তি রক্ষা ও তাদের সন্তানদের অধিকার প্রতিষ্ঠার এক বিশেষ মাধ্যম। সুতরাং এ ভোটাধিকার সংশ্লিস্ট সকলের জন্য একটি গুরুত্বপুর্ন বিষয়।
উক্ত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সংগঠনের প্রেসিডেন্ট প্রবিন সাংবাদিক মো. রহমত আলী, ভাইস প্রেসিডেন্ট শাহ মুনিম, জেনারেল সেক্রেটারী সাবেক স্পীকার কাউন্সিলর আয়াছ মিয়া, জয়েন্ট সেক্রেটারী আবুল হোসেন, ট্রেজারার মিসবাহ কামাল, বর্নবাদি নেতা আব্দুল মুকিত ও রুকন চৌধুরী প্রমূখ।
