| | |

নতুন কমিটি গঠন


বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের আলোচনা সভা ও কমিটি গঠন সম্পন্ন

আব্দুল মুকিত সভাপতি আশরাফ গাজী সেক্রেটারী খান জামাল নূরুল ইসলাম ট্রেজারার

—————————————————————

১লা ফেব্রুয়ারী ২০২৪ ইং বৃহস্পতিবার অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে পূর্ব লণ্ডনের উডহাম সেন্টাৱে অনুষ্টিত হয়।
কে এম আবুতাহের চৌধুরীর সভাপতিত্বে ও আশরাফ গাজীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পবিত্র কুরআন থেকে তেলাওত করেন সাংবাদিক জয়নুল আবেদীন ।

সভায় আলোচনায় অংশ নেন –
ব্যারিস্টার ইকবাল হোসাইন।
সলিসিটর ইয়াওর উদ্দিন।
হাজী মুহাম্মদ হাবীব
সাংবাদিক জয়নুল আবেদীন।
খান জামাল নুরুল ইসলাম
শেখ ইস্তাব উদ্দিন
সেলিম হোসেন প্রমূখ।
সভায় সর্ব সম্মতিক্রমে আব্দুল মুকিত সভাপতি
আশরাফ গাজী জেনারেল সেক্রেটারী ও খান জামাল নুরুল ইসলাম কে ট্রেজারার করে ৩৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।


Similar Posts