| |

দারুল উলুম ফাউন্ডেশনের উদ্যোগে লন্ডনে আপডেট মিটিং ও দোয়া মাহফিল অনুস্ঠিত।


মো: রেজাউল করিম মৃধা।

গত ৬ ই সেপ্টেম্বর রোজ সোমবার চ্যারিটি সংস্হা দারুল উলুম ফাউন্ডেশন DUF এর উদ্যোগে লন্ডনের মাইলেনড রোডে একটি রেষটুরেনটে আপডেট মিটিং ও দোয়া মাহফিল অনুষটিত হয়।

মাওলানা আসগর হুসেন সাহেবের সভাপতিতে ও ডি ইউ এফ এর প্রতিষ্ঠাতা মাওলানা নাজির উদ্দিনের পরিচালনায় অনুস্ঠানে বক্তব্য রাখেন। চ্যানের এস এর সিইও জনাব তাজ চৌধুরী , এন টিভির ডাইরেকটার মুস্তাফা সারওয়ার হাজি সাজিদ আলী মেনন, মুফতি মওসুফ আহমদ, ইকরা বাংলার জনপ্রিয় পেজেনটার মুফতি সালেহ আহমদ, মাওলানা আখতার আহমদ, হাজি আনর মিয়া শাহজাহান, হাজি আজির উদ্দিন মাওলানা হাফিজ ইকবাল মাওলানা হাফিজ সাইদুর রহমান, মাইলেনড মসজিদের ভাইস চেয়ার হাজি শাহ দবির কামালী, শাহ মুদাববির হুসেন মধু মিয়া হাজি মকদদুস আলী বিশিষ্ট ব্যবসায়ী ইউসুফ সেলিম ও রহিম ব্রাদারসের হাজি জাহির আলি ও হাজি ফয়জুর রহমান প্রমুখ।

সভায় বরুনী মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা নাজির উদ্দিন জানান, বৃটেনের মুসলমান ভাই-বোনের সহযোগিতায় গত বছর এক কুটি বিশ লক্ষ টাকা বরুনী মাদ্রাসার বিভিন্ন ফান্ডে খরচ হয়েছে ।

এবং নির্মাণাধীন একাডেমিক ভবনের চারতলার ছাদ ডালাইর জন্য জরুরী ভাবে আরো ২০ লক্ষ টাকার একান্ত দরকার ।

সভায় আগত মুসললীগনের পক্ষ থেকে সাড়ে পাঁচ হাজার পাউন্ডের ওয়াদা হয়।এবং আগামী ডিসেম্বরে ৪ তলার ছাদ ডালাইর দেওয়ার আশা পুষন করা হয়, এতে যুক্তরাজ্যের মুসলমান ভাই- বোনগনকে এগিয়ে আসার আহবান জানানো হয়।

সর্বশেষে মাওলানা আসগর হুসেন সাহেবের নসিহত , দোয়া ও রাতের খাবারের মাধ্যমে আপডেট মিটিং ও দোয়া মাহফিলের সমাপ্তি হয়।


Similar Posts