ঠেলার নাম বাবাজী।
অন্য বাসায় বেড়াতে গেলে ,প্রতিজনের
জরিমানা £৮০০ পাউন্ড।


মো: রেজাউল করিম মৃধা।

করোনাভাইরস মহামারি থেকে বাঁচতে এবং জনসাধারন বাঁচাতে ব্রিটিশ সরকার স্বাস্হ্য বিধি সহ কিছু সরকারি গাইড লাইন্স দিয়েছে। সরকারি বিধিনিষেধ বা নিয়ম গুলি মানা আমাদের সবার নৈতিক দায়িত্ব। কিন্তু অনেক জনসাধারন মানলেও কেউ কেউ মানছেন না জন্য করোনাভাইরস মহামারি দিন দিন বেড়েই চলছে। সরকারের দেওয়া বিধিনিষেধ না মানলে জরিমানা দিতে বাধ্য হবেন।এ জরিমানার পরিমান আগের চেয়ে চার গুন বাড়ানো হয়েছে।

করোনা লকডাউনে ইংল্যান্ডে অবৈধ ঘরোয়া পার্টিতে উপস্থিতির জরিমানা পূর্বের চাইতে ৪ গুন বাড়ানো হয়েছে। ঘরোয়া পার্টিতে ১৫ জনের বেশি উপস্থিত হলে এখন থেকে জনপ্রতি ৮শ পাউন্ড জরিমানা গুণতে হবে।

শুক্রবার থেকে এই আইন কার্যকর হয়েছে। এরিমধ্যে ১৫ জনের বেশি উপস্থিতিতে একটি ঘরোয়া পার্টির আয়োজন করায় প্লেমাউথে প্রায় ১৩ হাজার পাউন্ড জরিমানা আরোপ করেছে পুলিশ।

ডেভন এন্ড কর্নওয়াল পুলিশ জানিয়েছে, শনিবার লকডাউন আইন লঙ্ঘন করে ঘরোয়া পার্টি আয়োজন করায় ৮শ পাউন্ড করে ১৬ জনকে এই জরিমানা আরোপ করা হয়।

পূর্বে লকডাউন আইন লঙ্ঘনের জরিমানা ২শ পাউন্ড ছিল। এখনো ২ জনের বেশি জমায়েত হলে এই জরিমানা আরোপ করবে পুলিশ। তবে ১৫ জনের বেশি মানুষের উপস্থিতিতে ঘরোয়া পার্টি হলে জরিমানার পরিমান ৪ গুন বেড়ে যাবে। আর ৩০ জনের বেশি উপস্থিতি হলে আয়োজকের উপর ১০ হাজার পাউন্ড জরিমানা আরোপ করবে পুলিশ।

হোম সেক্রেটারি প্রিতি প্যাটেল বলেন ,” পুলিশ এবং প্রশাসনকে পূর্ন ক্ষমতা দেওয়া হয়েছে যেখানেই সরকারি বিধিনিষেধ অমান্য করা হবে সেখানেই জরিমানা করা হবে। তবে সেই জরিমানার পরিমান আগের চেয়ে চার গুন বেশী,”।

এদিকে ব্রিটেনে গত চব্বিশ ঘন্টায় আরো ২৩ হাজার ২শ ৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ব্রিটেনে করোনায় আক্রান্তের সংখ্যা ৩ দশমিক ৮ মিলিয়নের কাছাকাছি চলে গেছে। এছাড়া গত চব্বিশ ঘন্টায় ব্রিটেনে করোনায় মৃত্যু হয়েছে আরো ১ হাজার ২শ জনের। এ নিয়ে ব্রিটেনে করোনায় মৃতের সংখ্যা ১শ ৫ হাজার ৫শ ৭১ জন। এদিকে ব্রিটেনে এ পর্যন্ত প্রায় ৮ দশমিক ৪ মিলিয়ন মানুষ করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন।

সরকার আশা করছেন । ভ্যাকসিন কার্যকর্ম অব্যহত থাকবে এর ফলে করোনাভাইরস নিয়ন্ত্রনে আনা সম্ভব হবে। কিন্তু জনসাধারন কে অবশ্যই সরকারি বিধিনিষেধ মেনে চলতে হবে। সরকারি নিয়ম নীতি না মানলে আগের চেয়ে চার গুন জরিমান গুনতে হবে।একেই বলে ঠেলার নাম বাবাজী।


Similar Posts