| |

টাওয়ার হ্যামলেট্সের স্পীকার কেক কেঁটে, বৃটেনের রানী এলিজাবেথের সিংহাসনের ৭০ বছর পূর্তি উৎযাপন।


মোঃ রেজাউল করিম মৃধা।

গত ১৬ই মার্চ ২০২২, বুধবার টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মাননীয় স্পিকারের নেতৃত্বে কাউন্সিলের চেম্বারে বৃটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের সিংহাসনে আরোহনের ৭০ বছর পূর্তি উপলক্ষে প্লাটিনাম জুবিলি উদযাপনের অংশ হিসেব কেক কাঁটা হয়।

পূর্ণাঙ্গ কাউন্সিল মিটিং শেষে স্পীকার অব দ্যা কাউন্সিল, কাউন্সিলর মোহাম্মদ আহবাব হোসেন বিশেষ এই কেক কাঁটার অনাড়ম্বর আয়োজনে যোগ দিতে কাউন্সিলরদের আমন্ত্রণ জানান এবং সকলকে সাথে নিয়ে কেক কাঁটেন।

এসময় টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বিগস, সাবেক স্পীকার গন, সকল কাউন্সিলার সহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

কাউন্সিলর আহবাব হোসেন কুইন এলিজাবেথের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন এবং আগামী জুন মাসের প্রথম উইকেন্ডে ৪ দিনের জাতীয় ছুটির দিনগুলোতে প্লাটিনাম জুবিলি উদযাপন করার জন্য বারার বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, রানী হিসেবে দ্বিতীয় এলিজাবেথ হচ্ছেন প্রথম কোন ব্রিটিশ মোনার্ক, অর্থাৎ সিংহাসনে আরোহণকারী প্রথম ব্যক্তি যিনি যুক্তরাজ্যসহ বিভিন্ন অঞ্চল ও কমনওয়েলথের জনগণের জন্য টানা ৭০ বছর ধরে সেবা দিয়ে আসছেন। গত ৬ ফেব্রুয়ারী তাঁর সিংহাসনে আরোহণের ৭০ বছর পূর্তি হয় এবং অনন্য এই মাইলফলক উদযাপনে ২ জুন থেকে ৫ জুন পর্যন্ত ৪ দিনব্যাপি সারাদেশে নানা আনুষ্ঠানিকতা পালন করার পরিকল্পনা রয়েছে।


Similar Posts