টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী নির্বাচিত হয়েছেন লুৎফর রহমান।
মোঃ রেজাউল করিম মৃধা।
ব্রিটেনের স্থানীয় কাউন্সিল নির্বাচনে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাচন ছিলো অন্যতম আকর্শন। সবার নজর ছিলো মেয়র নির্বাচনের দিকে। কে হবেন নির্বাহী মেয়র।
গত ৫ই মে ভোট গ্রহন শেষ হলেও ভোট গননা হয় ৬ই মে। ক্যানেরি ওয়ার্ফের ইস্ট উন্টারগার্ডেনের বিশাল হল রুমে।
নির্বাচনী নিয়মানুযায়ী ভোট গণনা হয়।প্রথম রাউন্ডে লেবার দলের প্রার্থী জন বীগস ভোট পেয়েছেন ২৭,৮৯৪ টি এস্পায়ার দলের প্রধান লুৎফুর রহমানের ভোটের সংখ্যা হয় ৩৯,৫৩৩ টি ।
নিয়ম অনুযায়ী শতকরা ৫১% পারসেন্ট ভোট পেয়ে মেয়র নির্বাচত হতে হবে।তাই দ্বিতীয় পেফারেন্সের দ্বিতীয় রাউন্ডের ভোট গণনা শেষে লুৎফুর রহমান মোট পেয়েছেন ৪০,৮০৪ ভোট এবং জন বীগস এর ভোট সংখ্যা দাঁড়ায় ৩৩৪৮৭ এ মোট ভোট গ্রহন হয়েছে ৮৬ হাজার ৯ টি।
এরমধ্যে ১৮৬৪ ভোট বাতিল করে গণনায় এসেছে ৮৪ হাজার ১২৫ টি ভোট।
প্রথম পছন্দ গগণনার ফলাফলে প্রায় ১২ হাজার ভোটে এগিয়ে ছিলেন লুৎফর রহমান। তিনি মোট ভোট পেয়েছেন ৩৯,৫৩৩ । লেবার দলীয় জন বিগস পেয়েছেন ২৭,৮৯৪। লিবডেম প্রার্থী রাবিনা খান পেয়েছেন ৬,৪৩০ ভোট।কোন প্রার্থী একক ভাবে ৫১% শতাংশ ভোট না পাওয়াতে দ্বিতীয় পছন্দ গণনা করা হয়।
দ্বিতীয় ভোট গণনা শেষে, লুৎফুর রহমানের মোট ভোট ৪০৮৮৪ ভোট যা মোট ভোটের ৫৪.৯%। জন বিগস পেয়েছেন ৩৩৪৮৭ মোট ভোটের ৪৫.১% ভোট।
শত প্রতিকূলতার মাঝেও ঐতিহাসিক বিজয় নিয়ে আবারো টাওয়ার হ্যামলেটসের টাউনে হলে ফিরেছেন বাংলাদেশী বংশোদ্ভুত লুতফুর রহমান। এটি তার মেয়র হিসেবে তৃতীয় বিজয়। এ বিজয় জনগনের বিজয়।