টাওয়ার হ্যামলেট্সের লেবার পার্টির ঈদ পূঃনর্মিলন অনুস্ঠিত।

গত ১৪ই এপ্রিল রবিবার ইস্ট ল্ন্ডনের টাওয়ার হ্যামলেট্স লেবার পার্টির ঈদ পূঃনর্মিলন এক রেস্টুরেন্ট অনুস্ঠিত হয়।
কাউন্সিলর লিলু আহমদ তালুকদার, জগলুল খান, শাহান আহমদ চৌধুরী, কাহার চৌধুরী ও কাউন্সিলর শুভ হোসেনের যৌথ পরিচালনায় উক্ত সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেট লেবার পার্টির গ্রুপ লিডার কাউন্সিলর সিরাজুল ইসলাম, সাবেক কাউন্সিলর হেলাল আব্বাস, সাবেক কাউন্সিলর মতিনুজ্জামান, সাবেক স্পীকার মিজান চৌধুরী, সাবেক স্পীকার খালিছ মিয়া, সাবেক স্পীকার আহবাব হুসেন, কাউন্সিলর রেবাকা সুলতানা, কাউন্সিলর সাবিনা আক্তার, কাউন্সিলর আসমা ইসলাম, কাউন্সিলর আবদাল উল্লাহ,কাউন্সিলর মুহাম্মদ চৌধুরী, কাউন্সিলর মাইশা,
কমিউনিটি নেতা সানু মিয়া, রাফিক উল্লাহ, সুন্দর আলী, দরছ উল্লাহ ,জাহিদ মিয়া,লিটন আহমদ,আনিসুর রহমান আনিস প্রমুখ।
সভায় বক্তারা বলেন টাওয়ার হ্যামলেট লেবার পার্টির সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে পুনরায় লেবার পার্টি টাওয়ার হ্যামলেটে প্রতিনিধিত্ব করবে।
সবাইকে সততা, নিষ্ঠা ও সাহসিকতার সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান বক্তারা।