| | |

টমি মিয়া এওয়ার্ডস অনুষ্ঠানের ইভেন্ট লন্চিং শুরু


টমি মিয়া ইন্টারন্যাশনাল শেফ অ্যান্ড হসপিটালিটি অ্যাওয়ার্ড ২০২৫-এর জমকালো লঞ্চিং অনুষ্ঠান অনুষ্ঠিত লন্ডনে
লন্ডন, ১৬ জুন: বিশ্ববিখ্যাত সেলিব্রেটি শেফ টমি মিয়া এমবিই’র উদ্যোগে আয়োজিত ‘টমি মিয়া ইন্টারন্যাশনাল শেফ অ্যান্ড হসপিটালিটি অ্যাওয়ার্ড ২০২৫’-এর লঞ্চিং অনুষ্ঠান গত ১৬ জুন সোমবার অনুষ্ঠিত হয়েছে লন্ডনের ঐতিহ্যবাহী লন্ডন গিল্ড হল কমিউনিটি হলে।

১৯৯১ সাল থেকে শুরু হওয়া এই সম্মানজনক অ্যাওয়ার্ড অনুষ্ঠান এবার আরও বৃহৎ পরিসরে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটেনের বিশিষ্ট ব্যবসায়ী, কমিউনিটি নেতা, মিডিয়া ব্যক্তিত্ব এবং সাংবাদিকগণ।

অনুষ্ঠানের আয়োজন ও তত্ত্বাবধানে ছিলেন সিটি কাউন্সিলের কাউন্সিলার মনসুর আলী। এতে স্বাগত বক্তব্য প্রদান করেন আয়োজক টমি মিয়া এমবিই। তিনি বলেন, “এ বছরের আয়োজন হবে সম্পূর্ণ ব্যতিক্রমী ও আরও বর্ণাঢ্য। সেন্টাল লন্ডনে আগামী ২১ সেপ্টেম্বর অনুষ্ঠেয় মূল পর্ব সবার জন্য আনন্দদায়ক হবে বলে আমি বিশ্বাস করি।”

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ব্রিটেনের মূলধারার গণমাধ্যম রেডি টিভি’র প্রেজেন্টার লিসা আজিজ বলেন, “গত ৩৪ বছর ধরে এই অনুষ্ঠানের সঙ্গে থাকতে পেরে আমি গর্বিত ও আনন্দিত।”

অপর আয়োজক মোস্তাক বাবুল জানান, অ্যাওয়ার্ড অনুষ্ঠানকে ঘিরে একটি বিশেষ আয়োজন ১৪ সেপ্টেম্বর রয়েল রিজেন্সিতে অনুষ্ঠিত হবে, যেখানে সকলকে আমন্ত্রণ জানানো হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সেরা শেফ নির্বাচনের বিচারক সাঈদ শেখ, নাইজেল ট্রে, কমিউনিটি নেতা ড. সানোয়ার চৌধুরী, বশির আহমেদ, এম এ বারি, হেলাল মালিক, গোলজার খান, তোফাজ্জল আলম, পারভেজ খুরেশি বিইএম, কাউন্সিলার ফয়জুর রহমান, শাহেদ উদ্দিন, এবং আশিকুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন আয়োজকদের অন্যতম আশরাফ পারভেজ, যিনি এই অনুষ্ঠানকে সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

এই আন্তর্জাতিক অ্যাওয়ার্ডের মাধ্যমে বিশ্বব্যাপী ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্প এবং হসপিটালিটি খাতের সুনাম আরও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।


Similar Posts