| |

জাস্টিস ফর রোহিঙ্গা ইউকের সেমিনার
রোহিঙ্গা মুসলমানদের গণহত্যার জন্য বার্মার জেনারেলদের বিচার নিশ্চিত করার আহ্বান।


মোঃ রেজাউল করিম মৃধা।

গত ২৫ শে মার্চ শনিবার জাস্টিস ফর রোহিঙ্গা ইউকের উদ্যোগে পূর্ব লণ্ডনের কমার্সিয়েল রোডের একটি সেন্টারে রোহিঙ্গা মুসলমানদের গণহত্যার নায়ক বার্মিজ জেনারেলদের আন্তর্জাতিক আদালতে বিচার ও শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয় ।

গাম্বিয়া ও আরজেন্টিনা থেকে আন্তর্জাতিক আদালতে দায়েরকৃত মামলায় সকলের সহযোগিতা কামনা করা হয় ।

মাওলানা এ কে মওদুদ হাসানের সভাপতিত্বে ও জহির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন রোহিঙ্গা নেতা টুন খিন ,ড: শায়েখ রামজী ,ড: আব্দুল বারী ,কে এম আবুতাহের চৌধুরী ,মি: মারটিন প্রমুখ ।

সভায় বক্তারা – রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানের জন্য বিশ্বনেতাদের দৃষ্টি আকর্ষণ করেন ।

বাংলাদেশে শরনারথী শিবিরে বসবাসরত রোহিঙ্গা শিশুদের শিক্ষা নিশ্চিত করা ,রোহিঙ্গাদের বারমায় নাগরিকত্ব নিশ্চিত করে তাদের স্বদেশে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান হয় ।


Similar Posts