| |

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকীতে যুক্তরাজ্য আওয়ামী লীগের মিলাদ ও দোয়া মাহফিল অনুস্ঠিত।


মো: রেজাউল করিম মৃধা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকীতে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ই আগস্টের শহীদদের পবিত্র আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

রবিবার, ১৫ই আগস্ট এশার নামাজের পর, পূর্ব লন্ডনের ব্রিকলেইন জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুস্ঠিত হয়।

দোওয়া মাহফিলে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব, বঙ্গবন্ধুর ভ্রাতা শেখ আবু নাসের, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, সুলতানা কামাল, রোজী জামাল, আব্দুর রব সেরনিয়াবাত, শেখ ফজলুল হক মণি সহ ১৫ই আগস্টের কালোরাত্রিতে নিহত সকল শহীদের স্মরণে দোয়া করা হয়।

দেওয়ার পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব জালাল উদ্দিন, যু্গ্ম সাধারণ সম্পাদক মারুফ আহমদ চৌধুরী, আনোয়ারুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সাজ্জাদ মিয়া, মাওলানা কুতুব উদ্দিন সহ আরো অনেকে।এ সময় যুক্তরাজ্য আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ , শ্রমিকলীগ , স্বেচছাসেবকলীগ সহ সকল অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


Similar Posts