|

জাকির খান ক্যানারি ওয়ার্ফের সিএসআর এবং কমিউনিটি ডিরেক্টর নির্বাচিত

Zakir Khan, Canary Wharf, Community , British Bangladeshi, Success Story

ইস্ট লন্ডনের ব্যাংক সিটি হিসেবে খ্যাত ক্যানারি ওয়ার্ফের পরিচালনা পরিষদে সিএসআর এবং কমিউনিটি ডিরেক্টর নির্বাচিত হয়েছেন জাকির খান।

গত ৫ অক্টোবর, সোমবার জাকির খানের পদোন্নতির খবর পেয়ে শুভেচ্ছা জানাতে চলে আসেন জাকির খানের প্রিয় বন্ধুরা। তবে বর্তমানে কভিড -১৯ বা করোনাভাইরাস মহামারির কারনে সরকারি বিধিনিষেধ মেনে মাত্র ৪ জন বন্ধু এসে লাল গোলাপ শুভেচ্ছা জানান।

বন্ধুরা হলেন , জে ফোর সিকিউরিটিক চেয়ারম্যান- জুয়েল চৌধুরী , বিবিপি ১০০ এর ফাউন্ডার কাউন্সিল আবদাল উল্লাহ, ব্যাবসায়ী ও কমিউনিটি একটিভিস্ট আশ্রাফ গাজী এবং সলিসিটর সাজিদ মিয়া কামালী।

জাকির খান বাংলাদেশী কমিউনিটির এক সুপরিচিত মুখ। এর পূর্বেও তিনি এই বৃহৎ প্রতিস্ঠানের কমিউনিটি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবার প্রমোশন পেয়ে কমিউনিটি ডিরেক্টরের সাথে সিএসআর ডিরেক্টরের দায়িত্বও তিনি পালন করবেন। জাকির খানের প্রমোশনে আত্বীয় স্বজন বন্ধু বান্ধব সহ সমগ্র ব্রিটেন প্রবাসীর আনন্দিত। জাকির খানের জন্য রইলো শুভ কামনা।

[post_grid id=’820′]


Similar Posts