| | |

জাঁকজমক আয়োজনের মধ্যদিয়ে শেষ হলো মিডিয়া ক্রিকেট কাপ ২০২৩।


লন্ডন বাংলা প্রেস ক্লাবের মিডিয়া কাপ টুর্নামেন্ট ২০২৩ সম্পন্ন। চাম্পিয়ন চ্যানেল এন এবং রানাস আপ আবাহনী।

১৭ই সেপ্টেম্বর ২০২৩ রবিবার সারা দিন ব্যাপী লন্ডন বাংলা প্রেস ক্লাবের ‘মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট ল্ন্ডনের Good Mayes Park , Aberdour Road

Ilford – IG3 9PG. অনুষ্ঠিত হয়। মিডিয়া কাপ ক্রিকেট ২০২৩ তে ৫টি টিম অংশ গ্রহন করছে।টীম গুলি হচ্ছে।

1- Abahani

2- Bilet and Uk bangla live .com

3- Channel S

4- LB24

5- Mohammedan Sporting Club

প্রথম রাউন্ড দুইটি গ্রুপ করে খেলা শুরু হয় এবং দ্বিতীয় রাউন্ড সেমিফাইনাল ক্রিকেট টুর্নামেন্টে

চ্যানেল এস বনাম বিলেত এ্যান্ড ইউকে বাংলা

অপরটি

আবহানী বনাম মোহাম্মেডান

খেলা । এবং শেষে চ্যাম্পিয়ন চ্যানেল এস এবং পানাস আপ হয় আবাহনী।

এছাডা লন্ডন বাংলা প্রেস ক্লাবের লাইফ মেম্বার ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের ৫০ উর্ধ সিনিয়র মেম্বরদের মধ্যে প্রীতি ম্যাচ খেলা অনুস্ঠিত হবে।

খেলা শেষে পুরস্কার বিতরন করা করা হয় এতে

সংগঠনের সভাপতি- মোহাম্মদ এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে ও টুর্নামেন্ট পরিচালনার চীফ কো- অর্ডিনেটর ডঃ জাকির খান এর পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন টাইটেল স্পন্সর ওয়ার্ক পার্মিট ক্লাইভের ম্যানেজিং ডিরেক্টর ব্যারিস্টার লুৎফর রহমান ও ড্রীম ব্যান্কুইটিং হলের সত্ত্বাধীকারী তোফাজ্জল আলম, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক তাইসির মাহমুদ, ট্রেজারার সালেহ আহমদ।কো- অর্ডিনেটর মোঃ রেজাউল করিম মৃধা, এল সি এল এর চেয়ারম্যান আবু সুফিয়ান ঝিলাম।প্রতিস্ঠাতা সভাপতি মহিব চৌধুরী, সাবেক সভাপতি নাহাস পাশা, সাবেক সাধারন সম্পাদক নজরুল ইসলাম বাসন, লাইফ মেম্বার সাহগির বক্ত ফারুক, বশির আহমেদ, মনির আহমেদ সহ আরো অনেকে।

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সকল মেম্বার দের অংশগ্রহন মিডিয়া কাপ ক্রিকেট ২০২৩ সার্থক ও সফল ভাবে শেষ হয়


Similar Posts