| |

চ্যারিটি কাজের স্বীকৃতি স্বরুপ,
ওয়াজেদ হোসেন সেলিম পেলেন ব্রিটিশ এমপায়ার মেডেল (BEM) খেতাব।


মো: রেজাউল করিম মৃধা।

ওয়াজেদ হাসান সেলিম ব্রিটিশ বাংলাদেশীদের একটি সুপরিচিত নাম। রেস্টুরেন্ট ব্যাবসায় রয়েছে ব্যাপক সফলতা। মাত্র ২৩ বৎসর বয়স থেকে হসপিটালি সেক্টরে রেস্টুরেন্ট ব্যাবসা শুরু করেন। সেই থেকে আজ পর্যন্ত এই রেস্টুরেন্ট ব্যাবসা, ক্যাটারিং সার্ভিস এবং চ্যারিটি কাজ করে যাচ্ছেন।

ইস্ট লন্ডনের প্রাইড অফ এশিয়া রেস্টুরেন্ট বেশ সুনাম রয়েছে বাংলাদেশীদের মাঝে। সেই সাথে মে ফেয়ার ভেনু পরিচালনায় রয়েছে ব্যাপক পরিচিতি।তিনি একজন সফল ব্যাবসায়ী।

কভিড-১৯ বা করোনাভাইরাস মহামারিতে লক ডাউনের কারনে রেস্টুরেন্ট ব্যাবসা বন্ধ থাকলেও বন্ধ রাখেন নি তার চ্যারিটি কার্যক্রম। এই মহামারিতে লন্ডন সহ আশেপাশের বেশ কয়েকটি হাসপাতালে হাসপাতাল কর্তৃপক্ষ এবং এনএইচএস এর অনুমতি নিয়েই স্টাফদের জন্য নিয়মিত ভাবে খাবার বিতরন করেছেন।

এছাড়া দীর্ঘদিন ধরেই ব্রিটেনের জেলখানায় আসামীদের, বিভিন্ন মসজিদ, চার্চ, ধর্মীয় প্রতিস্ঠানে এবং কেয়ার হোমেও নিয়মিত ভাবে চ্যারিটি ওয়ার্ক হিসেবে খাবার বিতরন করে আসছেন।

করোনাভাইরাস মহামারিতে যেখানে মানুষ ঘরে বন্ধি অথচ জীবনের ঝুঁকি নিয়ে এনএইচএস স্টাফদের জন্য খাবার রান্না করে নিয়মিত ভাবে তালিকা অনুযায়ী খারার বিতরন করেছেন।এই সব মহতি কাজের স্বীকৃতি স্বরুপ ব্রিটেনের রানী কর্তৃক পেলেন ব্রিটিশ এমপায়ার মেডেল BEM খেতাব।

ওয়াজেদ হাসান সেলিম স্ত্রী, এক কন্যা, তিন পুত্র সন্তান নিয়ে ইস্ট লন্ডনে বসবাস করছেন। আমরা তার জীবনের আরো সফলতা কামনা করছি।


Similar Posts