গাউসিয়া কমিটি ইউকের ঈদে মিলাদুন্নবী অনুস্ঠিত।
গাউসিয়া কমিটি ইউকে ও নুরে মদিনা ফাউন্ডেশন এর উদ্যোগে পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী ﷺ মাহফিল ২২শে সেপ্টেম্বর রবিবার লন্ডনের ফরেস্ট গেইট এলাকায় একটি অভিজাত কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
আলহাজ্ব মাওলানা মুহাম্মদ শফিকুর রহমান বিপ্লবীর সভাপতিত্বে এবং গাউসিয়া কমিটি ইউকের সাধারণ সম্পাদক জনাব এস এম আবু নছর তালুকদার ও ভাইস প্রেসিডেন্ট জনাব মুহাম্মদ আজমল করিম জুয়েল এর উপস্থাপনায় অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা হাফেজ মুহাম্মদ বায়েজিদ এবং নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশেন করেন সৈয়দ আহমেদ রেজা কাদেরী ।
প্রথম পর্বে বাদে আছর থেকে শুরু হয় শিশু কিশোরদের নাত কেরাত প্রতিযোগিতা। এতে প্রায় ২০ জন শিশু কিশোর অংশ গ্রহণ করেন।
দ্বিতীয় পর্বে বাদে মাগরিব থেকে শুরু হয় মিলাদ মাহফিল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গাউসিয়া কমিটি ইউকের প্রেসিডেন্ট এবং ব্রিস্টল সেন্ট্রাল মসজিদ এর খতিব মাওলানা মুফতি মুহাম্মদ ইকরাম উদ্দীন। প্রধান বক্তা ঈদে মিলাদুন্নবী (স.), দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তোলে ধরেন তার বক্তব্যে। শুভেচ্ছা বক্তব্য রাখেন গাউসিয়া কমিটি ইউকের সাধারণ সম্পাদক জনাব এস এম আবু নছর তালুকদার ও ভাইস প্রেসিডেন্ট জনাব মুহাম্মদ আজমল করিম জুয়েল।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্বিবদ্যালয় এসোসিয়েশন ইউকের প্রেসিডেন্ট আ ক ম ইয়াহইয়া, ট্রেজারার মাশুক আহমেদ, ফটিকছড়ি কমিউনিটি ইউকের উপদেষ্টা জনাব জাগীর আলম ও জনাব মুহাম্মদ ইসহাক সাহেব।
বক্তব্য রাখেন গাউসিয়া কমিটি ইউকের ভাইস প্রেসিডেন্ট জনাব মুহাম্মদ হোসাইন,অর্থ সম্পাদক সৈয়দ মুহাম্মদ রাসেল,মাওলানা জিল্লুর রহমান কামালী,মাওলানা মাহমুদ আলী লংলী, হাফেজ মওলানা সুজাত আহমেদ সিদ্দিকী।
মাহফিল শেষে নাত কেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং মিলাদ ও দোয়া মুনাজাত শেষে তাবারুক বিতরণ করা হয়।