| |

খুলনা ডিভিশন এসোসিয়েশন ইউকের “ মীট এন্ড গ্রীট”মিলন মেলা অনুস্ঠিত।


মো: রেজাউল করিম মৃধা।

গত ২০ নভেম্বর ২০২১ রোজ শনিবার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস পার্কে খুলনা বিভাগীয় প্রবাসী বাঙ্গালীদের মধ্যে সম্প্রীতির বন্ধন গড়ে তোলার লক্ষ্যে খুলনা ডিভিশন এসোসিয়েশন ইউকে(কেডিএ -ইউকে ) এর উদ্যোগে “মীট এন্ড গ্রীট ” মিলন মেলা অনুষ্ঠান অনুস্ঠিত হয়।

অনুষ্ঠানটির উদ্বোধনী বক্তব্য রাখেন সভাপতি ও সংগঠনের আহ্বায়ক জনাব মোঃ ইমাম হোসেন।খুলনা বিভাগের ১০টি জেলার প্রবাসী সকল অংশগ্রহণকারীদের স্বাগত জানিয়ে বলেন সব ভেদাভেদ ভুলে এই সংগঠনের মাধ্যমে মানবতার কল্যানে একসাথে কাজ করতে হবে।কেডিএ -ইউকের উপদেষ্টামন্ডলীর সম্মানীত উপদেস্টা ডক্টর মিজানুর রহমান , মুহাম্মাদ কামরুল হাসান তুষার এবং মুরাদ মাহমুদকে ধন্যবাদ জানিয়ে ব্যারিস্টার সৈয়দ ইমরুল হাসান সংগঠনের মূল উদ্দেশ্য, লক্ষ্য ও কার্যক্রম সবার সামনে তুলে ধরে বলেন একক প্রচেষ্টায় সৎ উদ্দেশ্য থাকলেও বাস্তবায়ন করা ততটা সহজ হয়না। কেবলমাত্র সকলের সম্মিলিত প্রচেষ্টাই লক্ষ্য অর্জনে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারে।

সংগঠনের প্রাথমিক উদ্দেশ্যই হলো সামাজিক ভাবে সর্বস্তরের উন্নয়ন কর্মকাণ্ডে একত্রিত হয়ে অংশগ্রহণ করা খুলনা বিভাগীয় বাসীর কল্যাণে কাজ করার জন্য সংগঠনটির এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন। যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট আইনজীবী আমিনুর রহমান, যুগ্মআহ্বায়ক বিশষ্ট ব্যাবসায়ী বি এম ওবায়দুল হক ,যুগ্ম আহ্বায়ক বিজনেস কনসালট্যান্ট মোঃ নাজমুস সাকিব, ব্যারিষ্টার কানিস ফাতিমা, শাহিদুল ইসলাম (মিলন), ফিজিও থেরাপিস্ট ওসমান গনি, সাংবাদিক আরিফা বেগম , মাহমুদুল হাসান।

ব্যারিষ্টার ফয়সাল জামীল, বি এম শরিফুল ইসলাম , মোস্তাফিজুর আলম খুরশীদ (শাহীন) , তৃপ্তি পোদ্ধার ,মাহমুদ পারভীন নুপুর, চৌধুরী রাফিন ,আইনজীবী মোঃ লিটন আহমেদ, জনাব শুভ , ডা. নোশিন তাবাসসুম ,একাউন্টেন্ট সাজ্জাদুল হক সাজু ,ব্যারিষ্টার গোলাম আজম , আইনজীবী কামরুল ইসলাম , জনাব রতন এবং রাকিব, শাফায়েত হোসেন , সোহেল পারভেজ , আবুল কালাম সহ অনেকে।

কেডিএ ইউকের প্রতি সব ধরনের সার্বিক সহযোগিতা অব্যহত থাকবে বলে জানান অংশগ্রহণকারিরা। শেষ পর্বে নৈশভোজে মিলিত হন খুলনা বিভাগীয়বাসি একসাথে।পরবর্তীতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশনা করেন -রাজ্ হাসান , মুহাম্মদ শরীফ সহ অনেকে। অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিচালনা করেন ব্যারিস্টার কানিস ফাতিমা , ফ্রিল্যান্স সাংবাদিক আরিফা বেগম এবং আইনজীবী আমিনুর রহমান। অনুষ্ঠান থেকে কেডিএ ইউকের ব্যবস্থাপনায় বিজয় দিবস কে সামনে রেখে শীঘ্রই বছরের সবচেয়ে জাঁকজমকপূর্ণ উৎসবের আয়োজন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সভাপতি ও সংগঠনের আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইমাম হোসেন।


Similar Posts