খালি হাতে ফিরছেন বরিস জনসন,হচ্ছে চুক্তি বিহীন নো ডিল ব্রেক্সিট।
মো: রেজাউল করিম মৃধা।
ইইউ এবং ব্রিটেনের ভবিষ্যত নির্ধারণের শেষ ভরসা ছিলো গত ৯ই ডিসেম্বর ২০২০। অনেক আশা করে ব্রাসেলসে গিয়ে ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ডিনার করলেন ইইউ এর চীফ উরসুলা ডের লেয়েনের সাথে কিন্তু আলোচনায় সমোঝতায় পৌঁছতে না পেরে আশাহত হয়ে খালি হাতে ফিরছেন লন্ডনে।
ফরেন সেক্রেটারি ডমিনিক রাব বলেন, “আন লাকীলি নেগোসিয়েশনে পৌঁছতে পারিনি, বিস্তর ফারাক তাই আপাতত নো ডিল ব্রেক্সিট হচ্ছে,”।
বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবং ইইউর প্রধান উরসুলা ভন ডের লেয়েনের মধ্যে ব্রেক্সিট বাণিজ্য আলোচনার অচলাবস্থা ভেঙে ফেলার উদ্দেশ্যে আয়োজিত নৈশভোজ চুক্তি ছাড়াই শেষ হয়েছে।
১০ নম্বরের এক সিনিয়র সূত্র বলেছে, “উভয় পক্ষের মধ্যে অনেক বড় ব্যবধান রয়েছে” তবে আলোচনা আবার শুরু হবে।
সূত্রটি জানিয়েছে, রবিবারের মধ্যেই “আলোচনার ভবিষ্যত সম্পর্কে দৃঢ় সিদ্ধান্ত নেওয়া উচিত”।
আলোচনাকারী মিশেল বার্নিয়ার এবং লর্ড ফ্রস্টের উপস্থিত বৈঠকটি প্রায় তিন ঘন্টা স্থায়ী হয়েছিল।তবে কাজের কাজ কিছুই হয়নি।
বার বার চেস্টা করেও শেষ রক্ষা হচ্ছেনা ব্রেক্সিটের সমাধান। ব্রেক্সিটের অন্তর্বর্তীকালীন সময় ৩১ ডিসেম্বরের মধ্যে বাণিজ্য চুক্তিতে পৌঁছতে না পারলে আমদানি-রপ্তানি বাণিজ্য চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে এবং ভোক্তা পর্যায়ে খরচ বাড়বে। তবে দুপক্ষকেই বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম মেনে এই দুই অংশের মধ্যকার সমঝোতায় আসতে অনেক কিছুতেই ছাড় দিতে হবে।