করোনা এবং আমার যাপিত জীবন। (পর্ব-৭)
এছাড়া যখন ইডেন কেয়ার নিয়ে নিউজ করতে যেয়ে নিজেকে বেশী অসহায় মনে হয়েছে যতই সাবধানে যাইনা কেন? মনের মাঝে একটি ভয় সবসময় কাজ করতো। কেননা ইডেন কেয়ার প্রতিদিন একটি নয় একের অধিক করোনা রোগীকে কবর দিতো। সরাসরি করোনা রোগী দাফন করা আর সেই সব কর্মকর্তাদের স্বাক্ষাৎ নেওয়া কতটুকু সৎ সাহস থাকলে সম্ভব আপনারাই চিন্তা করুন। তার পর ও আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া আল্লাহ আমাকে সুস্থ্য রেখেছেন।
সেখানে ছুটে গিয়েছি যেখানে সুস্থ্য হয়েছেন একজন করোনা রোগী। জীবন বাজি রেখেই এসব নিউজ করে।