| |

কভিড-১৯ মহামারির ফলে হিথ্রো এয়ার্পোর্টের আর্থিক ক্ষতি ৩.৪ বিলিয়ন পাউন্ড।


মো: রেজাউল করিম মৃধা।

কভিড-১৯ মহামারির ফলে ব্রিটেনের সবচেয়ে ব্যাস্ততম এবং সর্ব বৃহৎ এয়ারপোর্ট হিথ্রো। এই বৃহত এয়ার্পোর্টের আর্থিক ক্ষতি ৩.৪ বিলিয়ন পাউন্ডে পৌঁছেছে।

৩০% এরও বেশি পরিচালনা ব্যয় হ্রাস করা সত্ত্বেও পশ্চিম লন্ডনের এই এয়ারপোর্টের অর্থ হারাতে হচ্ছে।তবে এটি জোর দিয়ে বলছে যে ৪.১ বিলিয়ন পাউন্ড নগদ রিজার্ভ সহ বাজার পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত বেঁচে থাকার আর্থিক শক্তি রয়েছে।

এই বছরের প্রথম নয় মাসে ১০ মিলিয়নেরও বেশি যাত্রী হিথ্রো দিয়ে ভ্রমণ করেছিলেন, ২০২০ সালের একই সময়ের মধ্যে ছিল ১৯ মিলিয়ন ।

হিথ্রো এয়ারপোর্টের বস, জন হল্যান্ড-কায়ে, বলেন,” এয়ারপোর্টের মধ্য দিয়ে ভ্রমণ ২০২৬ সাল পর্যন্ত পুনরুদ্ধার নাও হতে পারে, যদিও এটি পুনরুদ্ধারের মধ্য দিয়ে দেখতে শুরু করেছে। আগামী ১৫ বছরেও এই ক্ষতি পুষিয়ে উঠতে পারবে কিনা সে প্রশ্ন থেকেই যায়,”।

সিভিল এভিয়েশন অথরিটি CAA তথ্যমতে কভিড-১৯ মহামারির কারনে শতকরা ৭৬% যাত্রী যাতায়াত বন্ধ করে দিয়েছেন এবং সরকারি লকডাউন নিষেধাজ্ঞার ফলে যাত্রী কমে যায়। এছাড়া কভিড-১৯ এর আক্রান্ত অনুযায়ী পৃথিবীর বিভিন্ন দেশ কে লাল, আম্বার এবং সবুজ তালিকা করার ফলেও যাত্রীর সংখ্যা কমে যায়।

কভিড-১৯ মহামারির কারনে শুধু হিথ্রো এয়ারপোর্টই নয় ব্রিটেনের প্রতিটি এয়ারপোর্টেই বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখিন হতে হয়েছে। এই আর্থিক ক্ষতির প্রভাব পরছে সমগ্র ব্রিটেন জুড়েই।


Similar Posts