| | |

কনজারভেটিভ নেতৃত্বের লড়াইয়ে
ঋষি সুনাক এবং লিজ ট্রাস।


মোঃ রেজাউল করিম মৃধা।

ঋষি সুনাক এবং লিজ ট্রাস টরি দলের সদস্যদের দ্বারা নির্ধারিত রান অফে একে অপরের মুখোমুখি হবেন।

পার্লামেন্টের টরি এমপিরা পর্যায়ক্রমে ভোট দিয়ে ঋষি সুনাক এবং লিজ ট্রাস। দুইজন প্রাথী নির্বাচন করেছেন।এই দুই

জন থেকে সমগ্র বৃটেনের টরি পার্টির বা কনজারভেটিভ দলের পেইড মেম্বাররা ভোট দিয়ে একজন নির্বাচন করবেন তিনি হবেন পরবর্তী বৃটেনের প্রধানমন্ত্রী।

পঞ্চম রাউন্ডে এমপিদের ভোটের ফলাফল

ঋষি সুনাক – ১৩৭

লিজ ট্রাস – ১১৩ ভোট।

বৃটেনে পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন? এই প্রশ্নের সমাধান দিবেন টরি পার্টির পেইড মেম্বাররা। এই দুই জন থেকে সরাসরি মেম্বারদের ভোট যিনি বেশী পাবেন তিনিই হবেন বৃটেনের পরবর্তী প্রধানমন্ত্রী।


Similar Posts