কখন পাবেন আপনার ভ্যাকসিন?
ব্রিটেনে ৯ ক্যাটাগরির ভিত্তিতে প্রাধান্য পাচ্ছে ভ্যাকসিন দেওয়া।এবার শুরু হয়েছে ৭০ বৎসব বয়সীদের।
মো: রেজাউল করিম মৃধা।
ভ্যাকসিন মানেই জীবন রক্ষা।
করোনাভাইরস মহামারির সাথে যুদ্ধ করে বেঁচে থাকতে হলে ভ্যাকসিনের বিকল্প নেই। সেই মহা মুল্যবান ভ্যাকসিন ইচ্ছ করলেই আপনি পাচ্ছেন না । আপনাকে অপেক্ষা করতে হবে দিনের পর দিন।জিপি এবং এনএইচএস এর ড্যাটা বা তালিকা অনুযায়ী পাবেন এর পূর্বে শত চেস্টা করলেও ভ্যাকসিন পাচ্ছেন না।
সরকার এবং এনএইচএস আপনার পার্সনাল ডাক্তার জিপির দেওয়া ড্যাটা বা তালিকার ভিত্তিতে ৯টি ক্যাটাগরির বিভক্ত করে প্রাইরটি বা প্রাধান্য দিয়েই ভ্যাকসিন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
দেখে নিন আপনি কখন পাচ্ছে?
When will you get the vaccine?
Vaccines are being given to the most vulnerable first. A list of nine high-priority groups – which covers about 32 million people including 90-99% of those most at risk of dying – is being followed:
1. Residents in care homes for older adults and their carers
2. 80-year-olds and over and frontline health and social care workers
3. 75-year-olds and over
4. 70-year-olds and over and clinically extremely vulnerable individuals
5. 65-year-olds and over
6. 16- to 64-year-olds with serious underlying health conditions
7. 60-year-olds and over
8. 55-year-olds and over
9. 50-year-olds and over
তবে সরকারের এই ক্যাটাগরি বা তালিকায় অবশ্যই আপনাকে ভ্যাকসিন দেওয়া হবে। আগামী সেপ্টেম্বরের মধ্যে সব মানুষ ভ্যাকসিন পাবেন তা নিশ্চিত করেছে সরকার।
প্রাধান্যতার ভিত্তিতেই ভ্যাকসিন কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং বাকী সময়ও এই ধারাবাহিকতার ভিত্তিতেই ভ্যাকসিন দেওয়া অব্যহত থাকবে।
১/সর্ব প্রথম কেয়ার হোম, রেসিডেন্ট হোম কেয়ার এবং বেশী অসুস্থ্য এবং সব চেয়ে বেশী বয়স্ক ব্যাক্ত গন।
২/ ৮০ উর্ধ বয়স, ফ্রন্ট লাইন হেল্থ কেয়ার ওয়ার্কার।
৩/ ৭৫ উর্ধ বয়সের ব্যাক্ত গন।
৪/ ৭০ বৎসর বয়স্ক মানুষ। বেশী অসুস্থ্য ব্যাক্তি।
৫/ ৬৫ এবং এর উর্ধে
৬/ ১৬ থেকে ৬৪ এবং খুব বেশী অসুস্থ রোগীদের।
৭/ ৬০ এবং এর উর্ধের বয়স্ক ।
৮/ ৫৫ এবং এর উর্ধে
৯/ ৫০ এবং এর উর্ধের মানুষদের ধারা বাহিক ভাবে ভ্যাকসিন দেওয়া হবে।
এছাড়া প্রাধান্য পেয়েছে পুলিশ অফিসার, সব প্রতিস্ঠানের শিক্ষক গন, ফ্রন্ট লাইন ওয়ার্কাররা।
ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসন বলেছেন,”আমি মনে করি আসলে পুরো ব্রিটেন পুরোপুরি খুব ভালভাবে ভ্যাকসিন দেওয়া চলছে। এবং সামগ্রিকভাবে, রোলআউটটির গতি খুব উৎসাহ জনক। ভ্যাকসিন কার্যকর্ম এ ভাবে চললে অবশ্য আমরা করোনাভাইরস মোকাবেলা করতে পারবো,”।
ব্রিটেনের ফরেন সেক্রেটারি ডমিনিক রাব বলেছেন,” আগামী সেপ্টেম্বর ২০২১ মধ্যে ১৮ বছরের উর্ধে সকল নাগরিক কে ভ্যাকসিন দেওয়ার সুনির্দিষ্ট পরিকল্পনা হাতে নিয়েছে সরকার’”। সেই অনুযায়ী জিপির থেকে ড্যাটা নিয়ে এনএইচএস ও সরকার কাজ করছে। ভ্যাকসিন জ্যাব দেওয়ার জন্য ব্রিটেনের হাসপাতাল গুলি, বৃহৎ বৃহৎ স্থানে স্থাপিত ভ্যাকসিন সেন্টার , ফার্মেসি , হেল্থ সেন্টার গুলিতেও পর্যায়ক্রমে ভ্যাকসিন দেওয়ার উপযোগী করা হচ্ছে”।
১৮ই জানুয়ারী ২০২১ প্রেস কন্ফারেন্সে হেল্থ সেক্রেটারি ম্যাথ হ্যাংকক বলেছেন, “হলি ডের আগেই ভ্যাকসিন পেয়ে যাবেন সকল জনসাধারন এবারের হলি ডে হবে আনন্দের”।করোনা জয় করে আবার আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসার সর্বাত্বক চেস্টা করছে সরকার,”।
সরকারী পরিসংখ্যান অনুসারে ব্রিটেনে চার মিলিয়নেরও বেশি মানুষ তাদের প্রথম করোনাভাইরাস ভ্যাকসিন গ্রহণ করেছে।
ভ্যাকসিন সরবরাহ তালিকায় এখন ব্রিটেনে ৭০ বৎসর বয়সী লোকদের এবং চূড়ান্তভাবে দুর্বল হিসাবে তালিকাভুক্ত লোকদের অন্তর্ভুক্ত করে ভ্যাকসিন দেওয়া হচ্ছে।
ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় (সোমবার) ৫৯৯ জনের মৃত্যু, আক্রান্ত ৩৭,৫৩৫ জন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আমিন।
অপেক্ষা করুন ক্যাটাগরি অনুযায়ী আপনি ও পেয়ে যাবেন আপনার জীবন বাঁচাতে এবং করোনাভাইরস মহামারি থেকে সুরক্ষার সেই মহামূল্যবান ভ্যাকসিন।