| |

ওয়েলস এবং ইংল্যান্ডে “স্টে হোম”দিন শেষ হতে যাচ্ছে।


মো: রেজাউল করিম মৃধা

স্টে হোম বা ঘরে বসে কাজ করার দিন শেষ হতে যাচ্ছে।কাজ করতে হবে অফিসে যেয়ে,স্বশরীরে পূর্বের ন্যায়।

কভিড-১৯ বা করোনাভাইরাস মহামারির কারনে অনেক অফিসের কর্মকর্তা এবং কর্মচারী জীবন বাঁচাতে , নিজেকে সুরক্ষিত রাখতে, অফিসের কাজ অনেকেই বাসায় বসেই “স্টে হোম” বা বাসায় বসে অফিসের কাজ করেছেন। বর্তমানে করোনাভাইরাস নিয়ন্ত্রনে আসায় সম্প্রতি ওয়েলস সরকার ফাস্ট মিনিস্টার মার্ক ডাকফোর্ড লকডাউন তুলে নিয়ে “ফ্রি ফর অল” ঘোষনা করেন।

লকডাউন তুলে নেওয়ার ঘোষনার পর থেকেই সব আইনী বাঁধা বা নিয়মকানুন সাবাভাবিক হচ্ছে। শুধুমাত্র নাইটক্লাব ছাড়া সব কিছুই পূর্বের ন্যায় স্বাভাবিক হতে যাচ্ছে। তাই এখন আর কেউ বাসায় বসে নয় অফিসে যেতেই অফিসের কাজ করতে হবে।

ওয়েলসের TUC জেনারেল সেক্রেটারি শাবানাহ তাজ বলেন,” এলার্মের সময় শেষ। করোনার তান্ডব আর আগের মত নেই। এখন লকডাউন তুলে নেওয়া হয়েছে। তাই বাসায় বসে অফিসের কাজ না করে অফিসে গিয়ে অফিসের কাজ করুন,”।

প্রিন্সিপালিটি এবং এ্যাডমিরাল কম্পানীতে প্রায় ৮০০০ শ্রমিক হাইব্রিড মডেলে কাজ করছেন। এদের প্রায় সবাই ২০২২ সাল পর্যন্ত বাসায় বসেই অফিসের কাজ করতে পারে বলে ধারনা করা হচ্ছে।

ব্রিটিশ ক্যাবিনট মিনিস্টার কাউয়াসি কাউয়াতেজ বলেন,” এখন রিলাক্স এবং ফেক্সিবল যার ইচ্ছা বাসায় বসে কাজ করবেন যার ইচ্ছে অফিসে এসে কাজ করতে পারবেন। তবে অফিসে এসে কাজ করার জন্য তিনি সকল শ্রমিকদের উৎসাহিত করেন,”।

তিনি আরো বলেন,” নিজস্ব কম্পানী গুলি তাদের সুবিধামত কাজ করতে পারেন। কেউ বাসায় বসে কিম্বা কেউ অফিসে যেয়ে তবে সরকারি কর্মকর্তা বা কর্মচারীদের অফিসে যেয়ে কাজ করা উত্তম তাই ঘরে বসে কাজ না করে অফিসে যেয়ে কাজ করুন,”।

আবার জমাবে মেলা বটতলা হাটখোলা,

আবার স্বাভাবিক হবে জীবন,

ফিরে আসবে প্রানের চন্চলতা,

করোনা মুক্ত এক সুন্দর পৃথিবী।


Similar Posts