ওয়েস্টমিনিস্টার বাংলাদেশী এসোসিয়েশন এর ইফতার মাহফিল অনুস্ঠিত।

গত রবিবার ২৪ শে মার্চ ২০২৪ ইং
সাউথ ওয়েস্টমিনস্টারে, ওয়েষ্টমিনিষ্টার বাংলাদেশী এসোসিয়েশন (WBA) বার্ষিক কমিউনিটি ইফতার মাহফিল এর আয়োজন করে,এতে বিপুল সংখ্যক পূরুষ ও মহিলার উপস্হিতি ছিল, সংগঠনের এর চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল এর সভাপত্তিতে এবং কামরু মিয়া,হাসনাত সাবরী ও রুহুল আহমেদের যৌথ পরিচালনা ও সন্চলনায় এতে বক্তব্য রাখেন মৌলানা আব্দুল হক, মৌলানা আলমগির আলী,মৌলানা মিজানুর রহমান ও শামীম তালুকদার, উপস্হিত ছিলেন কাউন্সিলার লিজা বেগম, জাফরিন আক্তার, কলি বেগম, মবিশ্বির আলী,শরিফ উদ্দিন,শেখ জুয়েল আহমেদ,শাহ্ মোহাম্মদ ফয়সল,জুবেদ আহমেদ,মোহাম্মদ মোর্শেদ কোখন,মুকিত আলী সহ আরো অনেকে।
উক্ত ইফতার মাহফিলে রমজান মাসের গুরুত্ত ও তাত্পর্য আলোচনা সহ RFC এর জন্য ফান্ড রাইজিং করা হয়।উল্লেখ্য যে আগামী ২৭ শে মার্চ ২০২৪ ইং তারিখে প্রথম বার ওয়েষ্টমিনিষ্টারে ইফতার আয়োজনের মধ্যে RFC এর জন্য ফান্ডরাইজিং করা হবে, তাই উক্ত দিনে সবাইকে আমন্ত্রণ জানানো হয়।
পরিশেষে মুসলিম উম্মার জন্য দোয়া কামনা করা হয়।