ওয়াটফোর্ড ব্রিটেনের রেইনবো সিটি খেতাবে ভূষিত।
মোঃ রেজাউল করিম মৃধা।
প্রতি দশ বছর পর পর ব্রিটেনে আদমশুমারি বা সেন্সর হয়ে থাকে ২০২১ সালে নতুন আদমশুমারি ২০২১ সালের ২২শে সেপ্টেম্বর থেকে ৩রা অক্টোবর পর্যন্ত পরিচালিত হয়।
আদমশুমারি অনুযায়ী ব্রিটেনে যেমন ইসলাম ধর্মের বা মুসলিমদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ঠিক তেমনি বিভিন্ন শহরে কত লোকের বসবাস, নারী, পুরুষ , যুবক যুবতী বা বৃদ্ধদের বয়স এমন কি ধর্ম, বর্ণ এবং কোন দেশের লোক বেশী বসবাস করে তার চিত্র তুলে ধরা হয় সেই তালিকা বা পরিসংখ্যান অনুযায়ী ওয়াটফোর্ড ব্রিটেনের মাল্ট্রি চালটার বা রেইনবো সিটি হিসেবে স্বীকৃত পেয়েছে।
রাজধানী ল্ন্ডনের নর্থইস্ট অবস্থিত ওয়াটর্ফোড সিটি।প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই শহর ২২ বর্গ কিলোমিটার আয়োতনে ৯৬৮০০জন লোকের বসবাস করছেন।
অফিস ফর স্টাটিসটির এর তথ্যমতে ওয়াটফোর্ড বিশ্বের বেশী দেশের লোক বসবাস করছেনইংল্যান্ড এবং ওয়েলসের সব শহরের মধ্য ডাইভার্স কিম্বা মাল্টিকালচার শহর হিসেবে “রংধনু” খ্যাতি অর্জন করে।
ইংল্যান্ডের সব শহরগুলির মধ্যে এই শহরে জাতিগত বৈচিত্র্য বাড়ছে এবং বিচ্ছিন্নতা বা হানাহানি কমছে।একে অপরের সাথে মিলে মিশে চলেন। ভিন্ন সংস্কৃতির সাথে সাথে শিক্ষার জন্য রয়েছে সুন্দর পরিবেশ।
সর্বশেষ আদমশুমারির তথ্য অনুযায়ী ওয়াটফোর্ডের আশেপাশের বৈচিত্র্য 2001 সাল থেকে চারগুণ বৃদ্ধি পেয়েছে। তবে বার্কিং এবং ড্যাগেনহাম নয়গুণ এবং লিংকনশায়ারের বোস্টন শহরে দশগুণ বৃদ্ধি পেয়েছে।
ওয়াটফোর্ডে সকল ধর্মের লোক বসবাস করেছেন।ঘৃণামূলক অপরাধ নেই বললেই চলে। বৈচিত্র্যময় এই শহরে বিশ্বের সকল ধর্ম বর্ণ এবং জাতিগোস্ঠির বসবাস।ভ্রাতিত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সকলে মিলে একসাথে কাজ করলেই এই শহর হয়ে উঠবে আরো প্রাণবন্ত এইটাই স্থানীয় বাসিন্দাদের প্রতাশা।