এসএসসি ১৯৯৪ ব্যাচের শিক্ষার্থীদের দ্বিতীয় পুনর্মিলনী ও পারিবারিক পিকনিক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ মে) লন্ডনের ফেয়ারলপ ওয়াটার পার্কের মনোরম প্রাকৃতিক পরিবেশে দিনব্যাপী নানা আয়োজনে মুখরিত ছিল অনুষ্ঠান। দ্বিতীয় বারের মতো বিলেতের বিভিন্ন প্রান্ত থেকে দুই শতাধিক এর ও বেশি শিক্ষার্থী এবং তাদের পরিবার এতে অংশ নেন।দীর্ঘদিন প্রিয় সহপাঠীকে কাছে পেয়ে উৎসবে মেতে ওঠেন সবাই। “পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়। ও সেই চোখে দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়…’। নাচে গানে দিনভর সেই পুরনো দিনেরই স্মৃতিচারণ করলেন প্রাক্তন এস এস সি ব্যাচ ১৯৯৪ বর্ষের শিক্ষার্থীরা।
জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। এই সময় সকল বন্ধুদের পরিচয় পর্ব করা হয়েছে। অনুষ্ঠানে সকল বন্ধু বান্ধবীসহ পরিবারের সকল সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সার্বিক সহযোগীতা করেছেন ৯৪ ব্যাচের সকল বন্ধুরা। পরে নাচ, গান, শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা,বড়দের দৌড় এবং বালিশ খেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এরপর কেক কেটে অনুষ্ঠানকে স্বরণীয় করে রাখা হয়।
অনুষ্ঠানের সবশেষে ছিল রেফেল ড্র।
উক্ত অনুষ্ঠানে মিডিয়া পার্টানার ছিল এমএএইচ লন্ডন টিভি এবং এমএএইচ লন্ডন নিউজ ২৪ । অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয় এমএএইচ লন্ডন টিভি এবং লন্ডন বাংলা পেইজ থেকে।
আজকের এই দিনে ফেসবুকভিত্তিক গ্রুপ ‘ইউকে94 এর যাত্রা শুরু হয় ২০২০ সালের ১৫ জানুয়ারি থেকে। বিলেতের বসবাসরত বাংলাদেশের প্রতিটি জেলার ৯৪ ব্যাচের ছাত্রছাত্রীরা এই সংগঠনের সদস্য। বন্ধুত্বের টানে কে কোন জেলার তা ভুলে গিয়ে সবাই যেন একই আত্মায় মিশে যায়। অনুষ্ঠানে অংশ নিয়ে দিনটি স্মরণীয় করে রাখেন প্রাক্তণ শিক্ষার্থীরা এবং তাদের পরিবারের সদস্যবৃন্দ।
খুনসুটিতেও কেউ কাউকে ছেড়ে দেননি। তাদের আবেগ-স্মৃতিচারণ-আড্ডা ছুঁয়ে যায় অনুষ্ঠান প্রাঙ্গণ। আর গানের সেই কলির মতোই ‘প্রাণ জুড়াবে তাই’ এর মতোই দীর্ঘদিনের পুরনো বন্ধু, সতীর্থদের পেয়ে প্রাণ জুড়িয়েই শেষ হয় পুনর্মিলনী অনুষ্ঠান।
স্কুল-কলেজ জীবনের হারিয়ে যাওয়া বাঁধভাঙা বন্ধুত্বের এক একটা পরিচ্ছেদকে আরেকবার ঝালিয়ে নেওয়ার সুযোগ মেলে এই আয়োজনে।
আয়োজকরা জানান, ইউকে94 শুধু আনন্দ উল্লাসে সীমাবদ্ধ থাকবে না ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা দুস্থ মানুষের সহায়তায় ছুটে যাবে দেশ এবং বিদেশের বিভিন্ন প্রান্তে।
আয়োজকরা আরো জানান, আসছে সামারে নৌ বিহার সহ নানা কর্মসূচি ইতিমধ্যেই হাতে নেয়া হয়েছে।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফয়সাল শরীফ, আব্দুল হামিদ টিপু, হাসান মাহমুদ রিংটু, সালমা সৌরভ, রুমানা রুমু, হাবিবুর রহমান , শাহরিয়ার ইসলাম, আরিফুল ইসলাম, সাইফুর রহমান ইথাম, শম্পা হক সহ আরো অনেকে।