| | |

ইয়ুথ সির্ভিসের বাজেট কাটের ফলে, ইংল্যান্ডে ক্রাইম বৃদ্ধি পাচ্ছে।- কেয়ার স্টারমার ।


মো: রেজাউল করিম মৃধা।

ইংল্যান্ডে ক্রাইমের সংখ্যা দিন দিন বেড়েই চলছে।গত কয়েক বছরের তুলনায় ৬০% শতাংশ ক্রাইম বেড়েছে বলে গবেষনায় উঠে এসেছে। ইংল্যান্ডের ৫০টি লোকাল এডিয়ায় শতকরা ৫০% শতাংশ ক্রাইম বৃদ্ধি সত্যিই উদ্বেগ জনক।

লেবার লিডার স্যার কেয়ার স্টারমার দি গার্ডিয়ানের সাথে স্বাক্ষাতকালে বলেন,”ক্রাইম বৃদ্ধির অন্যতম কারন হচ্ছে বাজেট কাট। টরি সরকারের সমালোচনা করে বলেন ইয়াংরাই হচ্ছে ইংল্যান্ডের ভবিষ্যত অথচ বাজেট কাটের মাধ্যমে ভবিষ্যত প্রজন্মকে ক্রাইম এবং অপরাধ জগতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।অথচ ২০১০ সালের টনি ব্লেয়ারের আমলেও ১.৮ বিলিয়ন পাউন্ড ইয়ুথ সার্ভিসসহ বাজেট ছিলো। সেখানে অল টুগেদার হেল্থ সার্ভিস,পেরেন্টিং সার্ভিস, চাইল্ড কেয়ার সার্ভিস পরিচালিত হতো। এখন বাজেট কাটের ফলে সেই সব সেবা থেকে বন্চিত হচ্ছে ইয়াং পিউপিল যার ফলে ক্রাইম বৃদ্ধি পাচ্ছে। ক্রাইম নিয়ন্ত্রনে আনতে হলে বাজেট বৃদ্ধির বিকল্প নেই,”।

দি ইনিউস্টিডিউট ফর ফিজিক্যাল স্টাটিজ এর তথ্যমতে ছোট বেলা অর্থাৎ চাইল্ড কেয়ারে বাজেট কাট না করে বাজেট বাডাতে হবে।ইংল্যান্ডের বিভিন্ন হাসপাতালে শিশু ও ইয়াং দের মধ্যে প্রায় ১৩০০০ রোগী ভর্তি আছে। এর মধ্যে বেশীর ভাগই দরিদ্র পরিবারের সন্তান। এদের মধ্যে রয়েছে অর্থনৈতিক অস্বচ্ছলতা এবং কমিউনিটির সহযোগিতা বা কমিউনিটি সার্ভিস থেকে বন্চিত।

দি ডিপার্টমেন্ট ফর এডুকেশন এর স্পোকপার্শন বলেন,” পূর্বের মত ইয়ুথ সার্ভিস এবং চাইল্ড কেয়ার সার্ভিসে বাজেট বাডাতে হবে তা না হলে ক্রাইম রোধ করা সম্ভব হবে না,”।

দি ইভেস্টিগেশন স্টাটিজ অফ চিন্ডেন সার্ভিসের তথ্যমতে ২০১০ সালে যেখানে যেখানে ৬৪,৩৭০ জন শিশু চাইল্ড কেয়ারে সার্ভিস পেয়েছে। সেখানে ২০২০ সালে ৮০,০৮০ জন শিশু চাইল্ড চেয়ার সার্ভিস থেকে বন্চিত হয়েছে। চাইল্ড কেয়ারের প্রয়োজনীয়তা বাড়লেও বাজেট কাটের জন্য সার্ভিস দেওয়া সম্ভব হচ্ছে না।

গত ১৮ মাস কভিড-১৯ বা করোনাভাইরাস মহামারির কারনে লকডাউন এবং চাইল্ড কেয়ার এবং ইয়ুথ সার্ভিস বন্ধ থাকায় ইয়াংরা কমিউনিটির সার্ভিস না পেয়ে বন্ধুদের সাথে বা ইয়াং গ্যাংস্টারদের সাথে সম্পৃক্ত হয়ে ক্রাইমের দিকে ধাবিত হচ্ছে।

ইয়াং এবং চিল্ডেন দের ক্রাইম বা অপরাধ জগত থেকে ফিরিয়ে আন্তে হলে ইয়ুথ সার্ভিসের বিকল্প নেই। তাই ইয়ুথ সার্ভিসসহ অন্যন্য কমিউনিটি সাথে সম্পৃক্ত সার্ভিস গুলিতে বাজেট বাড়ানো এখন অত্যান্ত জরুরী।

বিরোধীদল লেবার পার্টি সহ সংশিলিস্ট অনেকেই মনে করেন ইয়াং এবং চিল্ডেনদের উজ্জল ভবিষ্যত গড়তে সরকারকে আরো সহযোগিতা প্রয়োজন।আইন শৃংখলা বাহিনী সহ সোসাল সার্ভিস ও কমিউনিটি সবাইকে এক সাথে কাজ করতে হবে। সবার আন্তরিক সহযোগিতায় অপরাধ নিয়ন্ত্রনে আনা সহজ হবে।


Similar Posts