ইস্ট লন্ডন মসজিদে তারাবি নামাজ ৮ রাকাত ।
বন্ধ থাকবে ইফতার পার্টি ।
মো: রেজাউল করিম মৃধা।
পবিত্র মাহে রমজান মাস আমাদের ইবাদতের মাস। রোজা রেখে এসা নামাজ শেষে তারাবি নামাজের গুরুত্ব অপরিসীম।তবে করোনাভাইরাস মহামারির কারনে গত বছর রমজান মাসে লন্ডনে তারাবি নামাজ আদায় করা সম্ভব হয় নাই।
এবছর করোনাভাইরাস মহামারি কিছুটা শিথিল হওয়াতে মসজিদে গিয়ে সামাজিক দূরুত্ব বজায় রেখে নামাজ আদায় করতে পারবেন।
তবে ২০ রাকাত পরিবর্তে মাত্র ৮ রাকাত নামাজ আদায় আদায় করা হবে।ওজু বাসায় থেকে করে আসতে হবে। সাথে জায়নামাজ , মুখে মাক্স এবং হ্যান্ড সেনেটাইজার রাখতে হবে। নামাজ শেষ করে কোন আড্ডা বা জামায়েত না হয়ে যার যার বাসায় চলে যেতে হবে।
প্রতি বছর ইস্ট লন্ডন মসজিদে ইফতার পার্টির বড় গেদারিং হলেও এবছর সেই ইফতার পার্টি হচ্ছেনা। ইফতার যার যার বাসাতেই করতে হবে।ইফতার শেষে মসজিদে এসে মাগরিবের নামাজ আদায় করতে পারবেন। এজন্য মাগরিবের নামাজ সামান্য বিলম্বে শুরু হবে।
বললেন ইস্ট লন্ডন মসজিদের এক্সিকিউটিভ ডিরেক্টর দেলওয়ার হোসেন।