ইস্ট লন্ডনে “মুক্ত বাজার” সুপার স্টোরের শুভ উদ্ভোদন।

মো: রেজাউল করিম মৃধা
গত ১১ই জুন বাদ জুম্মাহ ইস্ট লন্ডনের নিউহ্যামের ৪০১ হাই স্ট্রিট নর্থে বাংলাদেশী পন্য, ইতালীতে নিজস্ব জমির শাক সব্জি এবং বিশ্বের বিভিন্ন দেশের নিত্যপ্রয়োজনীয় পন্য কম দামে বিক্রি এবং উন্নত সেবার নিস্চয়তা নিয়ে
নজরুল ইসলাম এবং মোক্তার হোসেনের যৌথ মালিকানায় “মুক্ত বাজার” সুপার স্টোর যাত্রা শুরু করেন।
উদ্ভোদনী অনুস্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিউহ্যাম কাউন্সিলের সাবেক ডেপুটি চেয়ার ব্যারিস্টার নাজির আহমেদ, কাউন্সিলার আয়েশা চৌধুরী , বার্কিং এ্যান্ড ড্যাগেনহ্যাম কাউন্সিলের কাউন্সিলার ফারুক আহমেদ, টাওয়ার হ্যামলেটস এর সাবেক কাউন্সিলার মোহাম্মদ রফিক উল্লাহ সহ কমিউনিটির বিশিস্ট ব্যাক্তিগন।
নজরুল ইসলাম বলেন, “ইতালীতে আমাদের নিজস্ব জমিতে নিজেদের তত্বাবধান ফ্রেশ শাক সব্জি কমদামে বিক্রীর নিশ্চয়তা এবং বিশ্বের বিভিন্ন দেশের সকল ধরনের নিত্যপ্রয়োজনীয় পন্য পাবেন বাংলাদেশী আম কাঁঠাল সহ সব ধরনের পন্য পাবেন। সেই সাথে উন্নত মানের সেবা দেওয়া হবে।আমরা ব্যাবসার সাথে সাথে কমিউনিটি সেবা করা আমাদের লক্ষ। সবাইকে মুক্ত বাজারের সেবা গ্রহন করার আমন্ত্রণ রইলো”।