| |

ইস্ট লন্ডনে নাইট বাসে ছুরিকাঘাতে ৩ জন আহত।
নিরাপত্তাহীনতায় পুরো ব্রিটেন।


মো: রেজাউল করিম মৃধা।

গত বুধবার প্রথম প্রহরে ইস্ট লন্ডনের বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের মাইল এ্যাণ্ডে ২৫ নাম্বার নাইট বাসে ছুরিকাঘাতে ৩ জন আহত হয়েছেন। এর মধ্যে ৩৪ বছর বয়স্ক একজনের অবস্থা আশংকাজনক।

ওদিকে ৩৪ বছর ও ২২ বছর বয়সী আরো দুজনে অবস্থা আশংকাজনক না হলেও তাদের এখনো হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।মাইল এন্ড ষ্টেশনের সামনে বাসস্টপে দাঁড়ানো ২৫ নাম্বার বাসে মঙ্গলবার দিবাগত রাত অর্থাৎ বুধবার প্রথম প্রহরে ১২.৪৫ মিনিটে এই ঘটনা ঘটে। বাসটি ইলফোর্ড থেকে অক্সফোর্ড স্ট্রিট যাচ্ছিল।

পুলিশ ঘটনাস্থল থেকে ৩৪ বছর বয়সী ১ জনকে এই ছুরিকাঘাতের সাথে সংশ্লিষ্টতার জন্য গ্রেফতার করেছে। তাকে ইষ্ট লণ্ডন পুলিশ ষ্টেশনে রাখা হয়েছে। এই ছুরিকাঘাতের কারণ এখনো জানা যায়নি।

এন২৫ নাম্বার যে বাসে এই ঘটনা ঘটেছে সেটার গায়ে সন্ত্রাস বিরোধী স্লোগান ‘স্পিরিট অব লণ্ডন রিমেম্বারিং ৭/৭ ‘ এ মোড়ানো ছিলো।

এই ঘটনার পর বাসের যাত্রীদের মধ্যে আতংক বিরাজ করছে। বিশেষ করে যারা কাজ করে বেশী রাতে বাসায় ফিরেন। রেস্টুরেন্ট সেক্টরের বেশীর ভাগ শ্রমিক, কর্মচারি,মালিক সবাইকেই কাজ শেষে রাতে বাসায় ফিরতে হয়।একের পর এক হত্যাকান্ড এবং ছুরিকাহতের ঘটনায় নিরাপত্তাহীনতায় এখন পুরো ব্রিটেন।


Similar Posts