| |

ইস্ট লন্ডনে, জগন্নাথপুর উপজেলা আন্তর্জাতিক গীতি কবি সাহিত্যিক সংস্কৃতিক পরিষদের আলোচনা অনুস্ঠিত।


মো: রেজাউল করিম মৃধা।

গত ২১শে জুন সোমবার ইস্ট লন্ডনের সোনার গাঁও রেস্টুরেন্টে জগন্নাথপুর উপজেলা আন্তর্জাতিক গীতি কবি সাহিত্যিক সংস্কৃতিক পরিষদের আলোচনা অনুস্ঠিত।

সভায় সভাপতিত্ব করেন- সংগঠনে সভাপতি শাহ ইয়াউর, সভাপরিচালন করেন- জুবায়ের আহমেদ হামজা। প্রধান অতিথি টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এর স্পীকার আহবাব হোসেন। বক্তব্য রাখেন সাংবাদিক রহমত আলি, ফয়েজ আহমেদ, জান্নাতুল ইসলাম, নেপুর আহমেদ, কবি মন্জুর রহমান, গীতিকার মনোয়ার কাবেরী, আতাউর রহমান,আলমগীর হোসেন, শাহ গয়াছ মিয়া, আলিফ মিয়া,সাবেক চেয়ারম্যান নূর মিয়া সহ আরো অনেকে।

বক্তারা বলেন,এই সংগঠনের মাধ্যমে বাংলাদেশের কবি, সাহিত্যিক, সাধক, স্বাবক গ্রন্থ সংরক্ষন করার উদ্দ্যোগ গ্রহন করা হোক।এই মহতি উদ্দ্যোগ গ্রহন করলে বাংলাদেশের বহু পুরাতন ও হারিয়ে যাওয়া সংস্কৃতি সংরক্ষিত হবে।


Similar Posts