| |

ইসলামী সাহিত্য চর্চার দ্বিতীয় বাৎসরিক কবিতা-২১ সম্মাননা ও ফলাফল ঘোষনা এবং প্রতিভায় নন্দিত দরগাপাশা বই উন্মোচন অনুস্ঠিত।


মো: রেজাউল করিম মৃধা।

রবিবার ইস্ট লন্ডনে বেথনাল গ্রিন রোডের জান্নাহ গ্রীল রেস্টুরেন্টেইসলামী সাহিত্য চর্চার দ্বিতীয় বাৎসরিক কবিতা-২১ সম্মাননা ও ফলাফল ঘোষনা এবং প্রতিভায় নন্দিত দরগাপাশা বই উন্মোচন অনুস্ঠিত হয়।

অনুস্ঠানে সভাপতি করেন ইফতেখার হোসেন চৌধুরী

প্রধান অতিথিঃ দবিরুল ইসলাম চৌধুরী ওবিই,

সভায় আরো উপস্থিত ছিলেন আবু তাহের চৌধুরী, ফরিদ আহমদ রেজা , শামসুল ইসলাম চৌধুরী এবং শাহগীর বখত ফারুক সহ আরো গণ্যমান্য অনেক।

ইসলামী সাহিত্যেকে পূন জাগ্রত করার জন্য সহায়তা ইউকে-দরগাপাশা এই আয়োজন করেন।

সভা পরিচালনায় বিশেষ ভূমিকা রাখেন মোশতাক চৌধুরী, শাখাওয়াত চৌধুরী, মুরাদ হোসেন চৌধুর, মুস্তাফিজুর রহমান চৌধুরী এবং জাবরুল ইসলাম চৌধুরী ।

কবিতা -২১ প্রতিযোগিতার বিজয়ী যথাক্রমে:-

প্রথম স্থান বিজয়ী সৈয়দ আসাদুজ্জামান

দ্বিতীয় স্হান বিজয়ী জাবরুল ইসলাম চৌধুরীর

তৃতীয় যৌত স্হান বিজয়ী

চৌধুরী অনামিকা জাহান অনুপমা ও

শাহ হোছেন আহমদ ।

আয়োজনে :- সহায়তা ইউকেদরগাপাশা ।

দরগাপাশার প্রতিভা ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে  বই লিখেন দরগাপাশার কৃতি সন্তান জামাল হোসেন চৌধুরী। উক্ত অনুষ্ঠানে আজ বইটির উন্মোচন করা হয় । 

সভায় বিশেষ বক্তব্য রাখেন দবিরুল ইসলাম চৌধুরী সহ আরো অনেকেই। ইসলামী সাহিত্য চর্চার এই আয়োজনের তারা ভূয়সী প্রসংশা করেন।


Similar Posts