| | |

ইসলামী শাসন চায় খেলাফত মজলিস ।


লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের ঈদ পুনর্মিলনী সমাবেশ অনুষ্টিত।।
দেশ ও জাতিকে রক্ষায় কার্যকর ইসলামী ঐক্য গড়ে তুলতে হবে।।

লন্ডন, ১৫ জুন ২০২৫

বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সমাবেশ গতকাল রবিবার (১৫ জুন) পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারের হলরুমে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখার সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আল আমীন ভূঁইয়া।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ শাহনূর মিয়া, মাওলানা নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক মুফতী ছালেহ আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মিছবাহুজ্জামান হেলালী, সাংগঠনিক সম্পাদক হাফিজ মন্জুরুল হক, বায়তুলমাল সম্পাদক ইমাম মাওলানা আবুল কালাম আজাদ এবং প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা লিয়াকত হোসাইন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শাখার সহ-সভাপতি মাওলানা মুহিউদ্দীন খান, মুফতী মাশহুদুর রহমান, আলহাজ্ব সৈয়দ কবি রফিকুল হক, সহ-সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল মুহাইমিন সুন্নাহ, মাওলানা মাছুম আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা আহবাবুর রহমান, বায়তুলমাল সম্পাদক হাফিজ শরিফ উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুছা আহমদ চৌধুরী, প্রচার সম্পাদক মাওলানা নাঈম আহমদ, সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব শাহ জাহান সিরাজ, নির্বাহী সদস্য আলহাজ্ব আহমদ আলী, আলহাজ্ব তাজ উদ্দীন, মুহাম্মদ জাবির আহমদ প্রমুখ।

নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন—
দেশ ও জাতি আজ বহুমুখী ষড়যন্ত্রের সম্মুখীন। ফ্যাসিবাদী দোসররা দেশে-বিদেশে সক্রিয়ভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এই পরিস্থিতি মোকাবেলায় ইসলামী দেশপ্রেমিক শক্তির কার্যকর বৃহত্তর ঐক্য গড়ে তোলার কোনো বিকল্প নেই।
তাঁরা বলেন, ইসলামী আন্দোলনসমূহের মধ্যে পারস্পরিক আস্থা ও ঐক্য থাকলে, দেশের স্বাধীনতা, জনগণের অধিকার ও ইসলামী মূল্যবোধ রক্ষা করা সম্ভব হবে। এজন্য একমাত্র পথ—আদর্শিক ঐক্য, সংগঠিত সংগ্রাম ও ত্যাগের মানসিকতা।


Similar Posts