ইব্রাহিম পুর ঈশ্বর বহুমুখি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎযাপন ২৩শে ডিসেম্বর ২০২৩। চলছে ব্যাপক প্রস্তুতি।
২৪শে অক্টোবর ২০২৩ কাকরাইল ঢাকায় ইব্রাহিম পুর স্কুল অ্যালামনাই এসোসিয়েশন (ইসা) এর সভাপতি প্রফেসর ডাঃ লুৎফর রহমান খান এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শামসুর রহমানের পরিচালনায় প্রস্তুতি সভা অনুস্ঠিত হয়।
সভায় সকলের সর্বসম্মতি ক্রমে ২৩শে ডিসেম্বর ২০২৩ ঢাকায় শতবর্ষ উৎযাপনের তারিখ নির্ধারন করা হয়।
শতবর্ষ উৎযাপনের ২৩শে ডিসেম্বর২ ২০২৩ এবং স্কুলে ২৪শে ফেব্রুয়ারি ২০২৪ একটি মোট দুইটি পৃথক শতবর্ষের অনুস্ঠান সারা দিন ব্যাপী করার জন্য সিদ্ধান্ত গ্রহন করা হয়।
আলোচনায় অংশগ্রহন করেন আতাউর রহমান। আক্তার হোসেন মিনু, দেওয়ান মোহাম্মদ হামজালা, আনোয়ার হোসেন, হাসান মতিন, আতাউর রহমান,
রেজিস্ট্রি ফি প্রতিটি সদস্যকে ২০০৯ সালের পূর্বে ২০০০ টাকা ২০১০ পরের সদস্যদের ১০০০ টাকা।স্কুলের সকল শিক্ষার্থীদের রেজিস্টিশন করার জন্য
উৎযাপনকে সফল করতে ১১১জন সদস্য বিশিস্ট কমিটি করা হয়। এছাড়াও অনুস্ঠান স্বার্থক ও সুন্দর করার জন্য বেশ কয়েকটি উপ কমিটি করা হয়।
উপদেস্টা কমিটি
অর্থ উপ-কমিটি
বিজ্ঞাপন উপ- কমিটি
সাংস্কৃতিক -উপ কমিটি
স্মরনীকা উপ কমিটি
প্রচার উপ কমিটি
আপ্যায়ন উপ কমিটি
রেজিস্টেশন উপ কমিটি
অভ্যর্থনা উপ কমিটি
সমন্বয় ও মনিটরিং কমিটি
স্বাস্থ্যসেবা উপ কমিটি
স্থানীয় উপ কমিটি
স্কুল প্রান্জ্ঞন বাস্তবায়ন কমিটি
উপস্থিত সকল কমিটির সকলের মতামতে শ্লোগান নির্ধান হলো
“শতবর্ষে ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়”
এই সংগঠনের পক্ষ থেকে গরীব ও অসহায় ছাত্র ছাত্রীদের মধ্যে বৃত্তি প্রদান করে অনন্য উদাহর সৃস্টি করে যাচ্ছে।
ইব্রাহিম পুর স্কুলের শতবর্ষ উৎযাপনে স্কুলের সকল ছাত্র/ছাত্রী উপস্থিতিতে স্বার্থক ও সফল হবে এমটাই প্রত্যাশা আয়োজকদের।